নিজস্ব প্রতিনিধি, মালদহ: মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আজ বৃহস্পতিবার ঘটে এক ভয়াবহ ঘটনা। হাসপাতালের প্রসূতি বিভাগে আগুন লেগে যায়।আগুনের লেলিহান শিখা ও কালো ধোঁয়ায় পুরো হাসপাতাল চত্বর ঢাকা পড়েছে। এই অপ্রত্যাশিত ঘটনায় চরম আতঙ্কিত রোগী ও তাঁদের পরিবারের সদস্যরা। তাদের পরিজনরা আতঙ্কে ছটফট করছেন।কীভাবে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হল, তা এখনও অস্পষ্ট রয়েছে।
বৃহস্পতিবার দুপুর ৩টের সময় মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রসূতি বিভাগে হঠাৎ করে আগুন লেগে যায়। এই ঘটনার জেরে হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং রোগীরা বিপর্যস্ত হয়ে পড়েন। খবর পেয়ে দমকল বাহিনীর একটি এঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিটের ফলেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। তবে ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখার জন্য তদন্ত চলছে।
২০১১ সালের ৯ ডিসেম্বর, ঢাকুরিয়ার আমরি হাসপাতালে যে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছিল, তাতে ৯৩ জন প্রাণ হারিয়েছিলেন। সেই মর্মান্তিক ঘটনার স্মৃতি আজও তাজা। গত বছর শিয়ালদহের ইএসআই হাসপাতালে আগুন লাগার ঘটনায় সেই স্মৃতি আবার ফিরে এসেছিল। দোতলার মেল সার্জারি ওয়ার্ড পুড়ে ছাই হয়ে যাওয়ায় কমপক্ষে ৪৮ জন রোগীকে মানিকতলা ইএসআই হাসপাতালে স্থানান্তরিত করতে হয়েছিল। এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগও উঠেছিল। সম্প্রতি মালদহ মেডিক্যাল কলেজে আগুন লাগার ঘটনায় এই দুঃস্বপ্ন আবার ফিরে এসেছে। এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি ছিল কিনা, তা এখন খতিয়ে দেখা হচ্ছে।