বিতর্ক দানা বাঁধতেই ‘খেলরত্ন’ পুরষ্কারে নাম উঠল মনু ভাকের

ক্রীড়া দেশ

নিউজ পোল ব্যুরো : দেশের সর্বোচ্চ ক্রীড়াসম্মান ‘ধ্যানচাঁদ খেলরত্ন’ এর তালিকা প্রকাশ করল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। এই তালিকায় রয়েছেন ২০২৪এ প্যারিস অলিম্পিকে জোড়া পদকজয়ী শুটার মনু ভাকের, দাবায় বিশ্বচ্যাম্পিয়ন ডি গূকেশ, হকি দলের অধিনায়ক হরমোনপ্রীত সিং ও প্যারাঅলিম্পিকে সোনাজয়ী প্রবীণ কুমার। এছাড়া ‘অর্জুন’ পুরস্কার পাবেন ৩২ জন ক্রীড়াবিদ, তার মধ্যে রয়েছেন ১৭ জন প্যারাঅ্যাথেলিট।

বেশ কিছুদিন আগে খেলরত্ন সম্মানে মনু ভাকের নাম মনোনীত না হওয়ায় এক বিতর্ক সৃষ্টি হয়েছিল। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক খেলরত্ন তালিকা প্রকাশ করায় সেই বিতর্ক মিটে যায়। ২২ বছর বয়সী মনু ভাকের প্যারিস অলিম্পিকে ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ ও দলগত বিভাগে ব্রোঞ্জ পেয়েছিলেন। মনু ভাকের ভারতের প্রথম অ্যাথেলিট, যিনি একটি অলিম্পিকে দুটো পদক জয় করেছেন।

অন্যদিকে হরমোনপ্রীত সিং এর নেতৃত্বে ভারত অলিম্পিক হকিতে ব্রোঞ্জ পেয়েছিল। ৪ বছর পর অলিম্পিকে ভারত হকিতে ব্রোঞ্জ পেল। হরমোনপ্রীতও পাচ্ছেন দেশের সর্বোচ্চ ক্রীড়াসম্মান। আর সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে বিশ্বচ্যাম্পিয়ন হয়ে তাকে লাগিয়ে দিয়েছেন ডি গূকেশ। তাঁর বয়স মাত্র ১৮ বছর।

প্যারাঅলিম্পিকে সোনা জয়ী হাইজাম্পার প্রবীণ কুমারও পাচ্ছেন ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, আগামী ১৭ জানুয়ারি রাষ্ট্রপতি ভবনে তালিকায় মনোনীত ক্রীড়াবিদদের হাতে সম্মান তুলে দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।