নিজস্ব প্রতিনিধি, কলকাতা:- রাজ্যের কৃষকবন্ধু প্রকল্পের অন্তর্ভুক্ত চাষিদের কাছ থেকে ন্যুনতম ৩০ কুইন্টাল ধান কেনা বাধ্যতামূলক করা হচ্ছে। কৃষকের জমির পরিমাণ নির্বিশেষে এই নিয়ম কার্যকর করার জন্য খাদ্য দফতরজেলার আধিকারিকদের নির্দেশ দিয়েছে। একজন চাষি সরকারের কাছে সর্বোচ্চ ৯০ কুইন্টাল ধান বিক্রি করতে পারেন। কিন্তু দালাল ও ফড়েদের আটকাতে অতিরিক্ত সতর্ক হতে গিয়ে ধানক্রয় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা অনেক চাষির জমির পরিমান দেখে তাঁদের কাছ থেকে কম পরিমাণে ধান কিনছিলেন বলে অভিযোগ উঠেছে। কয়েকদিন আগে খাদ্যদফতর ধানক্রয়সহ বিভিন্ন বিষয়ে পর্যালোচনা বৈঠক করে নতুন সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে। বৈঠকের কার্যবিবরণীতে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে, স্থানীয় পর্যায়ে ধান কেনার পরিমাণ ঠিক করা যাবে না।
রাজ্য সরকারের কৃষকবন্ধু প্রকল্পে জমির মালিক চাষি ছাড়াও নথিভুক্ত কিংবা অনথিভুক্ত ভাগচাষিরা আছেন। ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের কাছ থেকে বেশি পরিমাণে ধান কিনে তাঁদের বেশি আয়ের ব্যবস্থা করা সরকারের অন্যতম লক্ষ্য। খুব কম পরিমাণ জমি চাষ করেন এমন চাষি যাতে অন্তত ৩০ কুইন্টাল ধান সরকারের কাছে বেচতে পারেন, সেই ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষকবন্ধু প্রকল্পে জমির মালিক চাষিদের জমির পরিমাণ সরকারের কাছে নথিভুক্ত থাকে। কিন্তু ভাগচাষিদের ক্ষেত্রে এটা নাও থাকতে পারে। খাদ্যদফতরের নতুন নির্দেশে ভাগচাষিরা বিশেষভাবে উপকৃত হবেন।