নিউজপোল,ব্যুরো: মোবাইল ফোন চুরির সন্দেহে এক যুবককে ট্রেনে পিটিয়ে খুন! ভয়াবহ ঘটনাটি ঘটেছে নাগপুর রেলস্টেশনের কাছে হায়দ্রাবাদ দিল্লি দক্ষিণ এক্সপ্রেসের সাধারণ কামরায়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় দূরপাল্লার ট্রেনে যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম শশাঙ্করাম সিংহ রাজ। তিনি যে সাধারণ কামরায় সফর করছিলেন সেখানকার বেশ কয়েকজন যাত্রীর ফোন চুরি হয়ে যায়। খবর ছড়িয়ে পড়তেই বাকি যাত্রীরা সতর্ক হয়ে যান। এরপর যাত্রীদের সন্দেহ হয় শশাঙ্ক মোবাইল চুরি করেছে। যাত্রীদের সঙ্গে অসংলগ্ন কথাবার্তায় জড়িয়ে পড়তেই সন্দেহ আরও দৃঢ় হয়। অভিযোগ, বেশ কয়েকজন যাত্রী তাঁকে মারধর শুরু করেন। ঘটনাস্থলেই শশাঙ্কের মৃত্যু হয়।
তৎক্ষণাৎ পুলিশে খবর দিলে ঘটনাস্থলে আসেন পুলিশ। তদন্ত শুরু করে জিআরপি। তদন্তকারীরা জানিয়েছেন, মৃতের কাছ থেকে ১০-১২ টি মোবাইল পাওয়া গিয়েছে। এদিকে যুবককে মারধরের অভিযোগে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে নাগপুরে এই প্রথম নয়। এর আগেও মানসিক ভারসাম্যহীন প্ল্যাটফর্মে শুয়ে থাকা ২ ব্যক্তিকে খুন করে। একের পর এক খুনের ঘটনায় আতঙ্কে যাত্রীরা। নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।