সন্তোষ ট্রফিতে বাংলাকে জেতানো রবির আর্থিক সহায়তার আর্জি

ক্রীড়া জেলা দেশ রাজ্য

নিউজ পোল ব্যুরো: মঙ্গলবার সন্তোষ ট্রফির ফাইনালে রবির গোলে কেরলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলা। ভাতারে মুসারু গ্রামের আদিবাসী পাড়ায় দোতালা মাটির বাড়িতে বসবাস রবিদের। আপাতত বাড়িতে একাই রয়েছেন রবির মা তুলসী দেবী। মাস ছয়েক আগে মৃত্যু হয় রবির বাবার। তাঁর পেশা ছিল ক্ষেতমজুর এর সঙ্গে টোটো চালাতেন। রবি আর্থিকভাবে অনেকটাই দুর্বল। তাই তিনি একটি চাকরির আবেদন জানিয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যায় হায়দরাবাদের মাঠে যখন রবি হাঁসদাকে নিয়ে উল্লাসে মেতেছেন বাংলা দলের ফুটবলের তখন তাঁর মা তুলসী দেবী আক্ষেপের সুরে বলেন, এই দিন তা দেখে যেতে পারলেন না তাঁর স্বামী সুলতান হাঁসদা। তুলসী দেবী আরো জানান, ছোট থেকেই ফুটবল খেলতে ভালোবাসেন রবি। ১০ বছর বয়সে বাড়ি থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে ভাতারের ব্লগনা হাইস্কুলে পঞ্চম শ্রেণিতে ভর্তি করা হয়, সেখানে পড়তে গিয়েই রবি জানতে পারে ভাতারে ফুটবল প্রশিক্ষণ দেওয়া হয়। মাত্র ১২ বছর বয়সে থেকে ভাতার একাদশ এথেলেটিক্স ক্লাবের তত্ত্বাবধানে প্রশিক্ষণ নেওয়া শুরু করেন।

প্রশিক্ষক মুদরাজ সেডেনের নজরে পড়ে রবির খেলা।মুদরাজ জানান, ২০১৭ সালে তিনি অনূর্ধ্ব ১৯ বাংলা দলের শিবিরে নিয়ে যান রবিকে। সেখানে রবি শুধু যে নির্বাচিত হন, তা নয়। তাঁকে অধিনায়কও করা হয়। মুদরাজ বলেন, ‘‘রোদ, ঝড়, বৃষ্টি কোনও কিছুর জন্যই খেলতে আসা কামাই করেনি রবি। ২০২২ সালের ন্যাশনাল গেমসে বাংলার হয়ে রবি দারুণ খেলে। পাঁচটি গোলও করেছিল।’’ পরিবারের আক্ষেপ, এ সবের পরেও আর্থিক প্রতিকূলতা এখনও সঙ্গী। অভাবের মধ্যে কত দিন রবি খেলা চালাতে পারবেন, সে নিয়েই চিন্তায় তাঁরা। তবে মুদরাজ বলেন, ‘‘এখন কলকাতার কিছু বড় দল ওর বিষয়ে আগ্রহ দেখাচ্ছে।’’

বর্তমানে রবি কলকাতার কাস্টমস ক্লাবের সঙ্গে যুক্ত। বিয়ে করেছেন হুগলির চন্দননগরের মেয়েকে। তাঁদের এক মেয়েও আছে। গ্রামে রবির বন্ধু সুরেশ হেমব্রম, সুধীর হেমব্রম, বাবুলাল হেমব্রমেরা বলেন, ‘‘ওর কোনও অহঙ্কার নেই। বাড়ি এলেই আমাদের সঙ্গে মাঠে নেমে পড়ে। গর্ব হয়। তবে খারাপ লাগে, এত ভাল খেলা সত্ত্বেও ওর কোনও আর্থিক সুরাহা হচ্ছে না।’’ তাঁরা জানান, রবিরা মা এখনও মাঠে কাজ করেন। স্থানীয় বাসিন্দা তাম্বর মুর্মু বলেন, ‘‘বেশির ভাগ সময় রবিকে বাইরেই থাকতে হয়। আমরা ওর মায়ের খেয়াল রাখার চেষ্টা করি।’’

বুধবার ফোনে রবি বলেন, ‘‘এর পরে তিনটি লক্ষ্য: মা, স্ত্রী ও মেয়েকে নিয়ে ভাল ভাবে বাঁচার জন্য একটা চাকরি, কোনও বড় দলের হয়ে খেলতে পারলে নিজেকে প্রমাণ করা , জাতীয় দলের প্রতিনিধিত্ব করা।’’