শূন্যপদ পূরণে উদ্যোগী রাজ্য

কলকাতা জেলা রাজনীতি রাজ্য

নিজস্ব প্রতিনিধি, কলকাতা:- নতুন বছরের শুরুতেই বিভিন্ন দফতরের শূন্যপদ পূরণে রাজ্য সরকার উদ্যোগী হচ্ছে। এরই অঙ্গ হিসাবে সচিবালয় পর্যায়ের দফতরগুলিতে শূন্যপদের সংখ্যার পর্যলোচনা শুরু হয়েছে। রাজ্যের কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতর শূন্যপদের সংখ্যা জানতে চেয়ে অন্য সব দফতরকে চিঠি পাঠিয়েছে। ওই সব দফতরের লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট , আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, হেড অ্যাসিস্ট্যান্ট ও সেকশন অফিসার পদে মোট অনুমোদিত পদ ও সেখানে কর্মরতদের সংখ্যা এবং শূন্যপদের বিস্তারিত পরিসংখ্যান তলব করা হয়েছে। ৩১ জানুয়ারির মধ্যে দফতরগুলিকে এই সংক্রান্ত তথ্য নির্ধারিত বয়ানে জমা দিতে বলা হয়েছে। একই সঙ্গে ডিরেক্টরেট ও আঞ্চলিক পর্যায়ের অফিসগুলিতে অনুমোদিত পদ এবং বর্তমান কর্মী সংখ্যা পর্যানোচনার প্রক্রিয়াও শুরু কার হয়েছে বলে নবান্নে প্রশাসনিক সূত্রে জানা গেছে। জানা গেছে চলতি বছরেই ওই দফতরগুলিতে নিয়োগ প্রক্রিয়া শুরু হতে পারে। সেই কারণেই এই পরিসংখ্যান নেওয়া হচ্ছে বলে প্রশাসনিক মহল মনে করছে। গ্রুপ ডি পদে নিয়োগ হবে নবগঠিত স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে। গ্রুপ সি এলডিএ পদে নিয়োগ করতে ক্লার্কশিপ পরীক্ষা গ্রহণের জন্য শীঘ্রই বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে তা ইতিমধ্যে জানিয়েও দেওয়া হয়েছে। পদোন্নতির মাধ্যমে এলডিএ’র উপরের পদগুলি পূরণ করা হবে । ইতিমধ্যেই নতুন পদ সৃষ্টি করে সচিবালয়ে পদোন্নতির সুযোগ বৃদ্ধি পেয়েছে।