নদীতে তিমি! দৃশ্য দেখে অবাক স্থানীয়রা

জেলা রাজ্য

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: বুধবার সন্ধ্যায় সাগরের কাছে ঘোড়ামারা দ্বীপের চরে ভাটা নামতেই দেখা গেল এক বিশালাকৃতির তিমি। এই দৃশ্য দেখে একেবারে ভিরমি খাওয়ার উপক্রম ওই এলাকার বাসিন্দাদের। তিমির দর্শন পেয়ে নদী তটেই হইচই কাণ্ড পড়ে যায়। এই খবর ছড়িয়ে পড়তেই নদী তটে ক্রমশ লোকের জমায়েত বাড়তে থাকে।

উল্লেখ্য, বুধবার সন্ধ্যায় ঘোড়ামারা দ্বীপের নদী তটে কিছু মানুষের জমায়েত ছিল। নদীর ভাটা নামতেই হঠাৎ তাঁরা লক্ষ্য করেন, নদী তটে বিশালাকৃতির কিছু একটা পড়ে আছে। একটু কাছে যেতেই তাঁরা বুঝতে পারেন এটা তিমি মাছ। এই খবর জানাজানি হতেই অনেক মানুষ এসে উপস্থিত হয়। এরপর ওই এলাকায় প্রায় ১৫ জনের একটা দল ২০ ফুটের তিমিটিকে গড়িয়ে নদীর দিকে নিয়ে যায়। গায়ে জল লাগতেই তিমিটি আবার নদীতে চলে যায়। কিন্তু, নদীতে অনেক বিশালাকার মাছ দেখা গেলেও এত বড় তিমি মাছ কবে শেষবার দেখা গিয়েছে তা মনে করতে পারছেন না কেউই। যা নিয়েই এখন জোর চর্চা চলছে এলাকায়। এ নিয়ে মৎসজীবীদের মনে আতঙ্কের সৃষ্টি হয়েছে। গ্রামবাসীরা মনে করছেন, পাশেই বঙ্গোপসাগর, সেখান থেকেই হয়ত কোনোভাবে পথ হারিয়ে তিমিটি নদীতে এসে যায়।

স্থানীয় বাসিন্দা সন্দীপ সাগর বলেন, ‘এর আগে এখনে এত বড় মাছ কখনও দেখা যায়নি। দ্বীপের দক্ষিণ-পশ্চিম চড়ে তিমিটাকে প্রথম দেখা যায়। ভাটার কারণে মাছটা ডাঙায় আটকে যায়। দেহে প্রাণ ছিল। যদিও এলাকার লোকজন খুবই সচেতন ছিল। ওরা নিজেদের উদ্যোগে মাছটিকে জলের কাছে নিয়ে যায়। জল পেতেই ওটা নিজের ছন্দে চলে যায়। বন দফতরকেও গোটা বিষয়টি জানানো হয়েছে।’