বাঁশবাগানে অঙ্গনওয়ারি কেন্দ্র

জেলা শিক্ষা স্বাস্থ্য

নিজস্ব প্রতিনিধি,ভাঙর: নেই মাথার ওপর স্থায়ী ছাদ। শিশুদের জন্য পর্যাপ্ত বসার জায়গা। কলকাতা থেকে ঢিল ছোড়া দূরত্বে ঘটনাটি ঘটেছে। অস্বাস্থ্যকর পরিবেশে বাঁশবাগানে ত্রিপল টাঙিয়ে চলছে অঙ্গনওয়ারি কেন্দ্র। ঘটনাটি ভাঙর ২ নম্বর ব্লকের ভোগালি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে।

স্থানীয়দের অভিযোগ, ভাঙর ২ নম্বর ব্লকের ভোগালি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে ১০০ নম্বর অঙ্গনওয়ারি কেন্দ্রের অবস্থা খুব খারাপ। কোনো স্থায়ী ঘর নেই। বাঁশবাগানে চলছে পড়াশোনা। পাশেই ডোবা থাকায় মশা মাছির উপদ্রব। এই পরিস্থিতিতে শিশুদের অঙ্গনওয়ারি কেন্দ্রে পাঠিয়ে নিশ্চিন্তে নেই অভিভাবকরা। গোটা ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা।

ভাঙরের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা বলেন, ‘সরকারি জমি পেতে সমস্যা হচ্ছে ফলে অঙ্গনওয়ারি কেন্দ্রের জন্য স্থায়ী ঘর মিলছে না। ওই এলাকায় কেও জমি দান করলে আমরা অঙ্গনওয়ারি কেন্দ্র করে দিতে পারি।’

ভাঙর ২ নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বলেন, ‘তাঁরা ব্যাপারটা দেখছেন। আপাতত পাশের শিশুশিক্ষা কেন্দ্রে এই অঙ্গনওয়ারি কেন্দ্র স্থানান্তরিত করা হবে। সেখানেই এবার থেকে শিশুরা আসবে।’

বিজেপির যাদবপুর সাংগঠনিক জেলার সহ সভাপতি জানিয়েছেন, ‘এখানে শাসক দলের কোনো মুনাফা নেই। সবই রাজনৈতিক ব্যাপার। ভাঙরে যেখানে রাতারাতি জমি, পুকুর দখল হয়ে যাচ্ছে। সেখানে সরকারি জমি পাওয়া টা অস্বাভাবিক ব্যাপার! এই ব্যাপারে শাসকদলের কোনো হেলদোল নেই।