হাতির হানায় মৃত্যু প্রৌঢ়ের!

জেলা রাজ্য

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: দলছুট দাঁতালদের সামাল দিতে নাজেহাল বনদফতর। ফের হাতির হানায় প্রাণ গেল এক প্রৌঢ়ের। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড় থানা এলাকার রঘুনাথবাড়িতে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম রাম ধবল(৬৭)। ওই গ্রামেরই বাসিন্দা তিনি। এদিন ভোরে প্রাতঃকৃত্য করতে বাড়ি থেকে বেরিয়েছিলেন বৃদ্ধ। নদীর তীরে যেতেই একটি দলছুট হাতি তাঁকে তাড়া করেন। তাঁকে শুঁড়ে তুলে আছাড় মারে হাতিটি। সঙ্গে সঙ্গে মৃত্যু হয় প্রৌঢ়ের। স্থানীয়রা দেখতে পেয়ে খবর দেন বন দফতরে। পরে মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনায় আতঙ্কে স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পশ্চিম মেদিনীপুরের একাধিক জায়গায় হাতির দল হানা দিচ্ছে। জমির ফসল নষ্ট থেকে শুরু করে ঘরবাড়ি ভাঙচুর করছে। একের পর এক মৃত্যু হচ্ছে হাতির হানায়। বনদফতরের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। হাতি তাড়াতে দ্রুত ব্যবস্থা নিতে হবে এই দাবি স্থানীয়দের।

বনদফতর সূত্রে খবর, হাতির গতিবিধির ওপর নজর রাখা হচ্ছে। সরকারি নিয়ম অনুযায়ী সবরকম সাহায্য করা হবে এবং ভোরে নদীর তীরে না যাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে।