নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: পুরুলিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা দীর্ঘদিন ধরে নোংরা, পোকাযুক্ত পানীয় জলের সমস্যায় ভুগছেন। মাসের পর মাস এই পরিস্থিতি চলছে। পৌরসভা কর্তৃপক্ষকে বারবার জানানো সত্ত্বেও কোনো স্থায়ী সমাধান মেলেনি। ফলে এলাকাবাসীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দা বুলবুল পান্ডের দাবি, এই সমস্যা দীর্ঘদিন ধরে চলছে। তিনি বলেন, ‘আমরা বারবার পৌরসভায় জানিয়েছি, কিন্তু কোনো ফল পাচ্ছি না। এতে করে আমাদের স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব পড়ছে।’ পিন্টু রক্ষিত নামে আরেকজন স্থানীয় বাসিন্দা বলেন, ‘গত কয়েক মাস ধরেই পাইপ ফেটে ড্রেনের জল মিশে যাচ্ছে পানীয় জলের পাইপে। এমন জল কেউ খেতে পারছে না।’
অনেকে অন্য ওয়ার্ড থেকে জল নিয়ে আসছেন, আবার কেউ কেউ জল কিনে খাচ্ছেন। স্থানীয় বাসিন্দা জয়ন্তী পান্ডে বলেন, ‘আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে এত খরচ বহন করা সম্ভব নয়।’ পৌরসভা কর্তৃপক্ষের দাবি, ‘পাইপলাইনের সমস্যার জন্য জল নোংরা বেরোচ্ছে। তাঁরা দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।
পুরুলিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা এখনো সমস্যার সমাধানের অপেক্ষায়। পৌর কর্তৃপক্ষের দায়িত্ব যথাযথভাবে পালন না করলে এই ক্ষোভ ক্রমেই বাড়বে। এলাকাবাসীরা আশা করছেন, দ্রুত এই সমস্যার সমাধান হবে এবং তারা আবার স্বচ্ছ ও নিরাপদ পানীয় জল পাবেন।