মহাকুম্ভের জন্য শিয়ালদহ থেকে বিশেষ ট্রেন

আন্তর্জাতিক কলকাতা দেশ রাজ্য

নিউজ পোল ব্যুরো: হাতে মাত্র আর কদিন তারপরই শুরু হবে মহাকুম্ভ মেলা। আপনি যদি যেতে চান সেই মেলায় তাহলে এখনই তৈরী করে ফেলুন নিজের পরিকল্পনা আর বেড়িয়ে পড়ুন মহাকুম্ভ মেলার উদ্দেশ্যে। ভাবছেন যাবেন কিভাবে, একেবারেই চিন্তা করতে হবে না তার কারণ, পূর্বরেলের পক্ষ থেকে যে সুন্দর ব্যবস্থা করেছে এই কুম্ভমেলায় যাওয়ার জন্য তা আপনি ভাবতেই পারবেন না।

১৪৪ বছর পরে হচ্ছে এই মহাকুম্ভ মেলা। খুব স্বাভাবিকভাবেই তাই কেবলমাত্র দেশ নয় পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকেই এবার মানুষের আগমন ঘঠবে এই ‍ মহাকুম্ভ মেলায়,আর আপনি সেই মেলায় উপস্থিত থেকে ইতিহাসের সাক্ষী থাকবেন তার জন্য পূর্বরেলের তরফে একগুচ্ছ ব্যবস্থা করা হয়েছে।

আসন্ন মহাকুম্ভ মেলাকে সামনে রেখে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন দুটি বিশেষ ট্রেনকে ব্যাপকভাবে প্রস্তুত করেছে। এই বিশেষ ট্রেনগুলি তীর্থযাত্রীদের একটি আরামদায়ক এবং আধ্যাত্মিকভাবে উন্নত পরিষেবা প্রদানের জন্য সাজানো হয়েছে। শিয়ালদহ ডিভিশনের সিনিয়র ডিএমই রোহিত রঞ্জন এবং ডিআরএম দীপক নিগমের নেতৃত্বে একটি নির্বাচিত দল দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছে এই পরিষেবা প্রদানের জন্য। ট্রেনগুলির বাহ্যিক অংশে আকর্ষণীয় ভিনাইল পেপার দিয়ে সাজানো হয়েছে, যা একটি উৎসবমুখর এবং আরও দৃষ্টিনন্দন হয়ে উঠেছে। পরিচ্ছন্নতার কথা মাথায় রেখে উন্নত যন্ত্রপাতির সাহায্যে ট্রেনের প্রত্যেকটি স্থান এবং কোণ পরিষ্কার রাখা হয়েছে। এই বিশেষভাবে প্রস্তুত ট্রেনগুলি রেলপথ ভ্রমণের অভিজ্ঞতা বাড়ানোর জন্য যাত্রীদের প্রতি সর্বোচ্চ উৎসর্গের একটি প্রমাণ। একমাস ব্যাপী চলবে এই মহাকুম্ভ মেলা তাই গোটা দেশের সঙ্গে এখন পূর্বরেলেও সাজো সাজো রব। প্রস্তুতি প্রায় একরকম সাড়া হয়ে গিয়েছে, এখন শুধু সময়ের অপেক্ষা তারপরই ট্রেনে চেপে সোজা পৌঁছে যাবেন মহাকুম্ভ মেলায় পূন্যস্নান করতে।