দার্জিলিংয়ে তুষারপাত

জেলা রাজ্য

নিজস্ব প্রতিনিধি: শীতের আগমন ঘটেছে বঙ্গে। কুয়াশা আর তীব্র শীতের কবলে পড়েছে এই অঞ্চলে। বিশেষ করে শিলিগুড়ি ও দার্জিলিংয়ের মতো শহরগুলিতে তাপমাত্রা কমে গিয়েছে অনেকটাই। আগামী দিনগুলিতেও এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।

বছরের প্রথম সপ্তাহ থেকেই শিলিগুড়ি শহর কুয়াশার চাদরে মোড়া। সকাল থেকে দুপুর পর্যন্ত ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৮-৯ ডিগ্রি সেলসিয়াস কমে গিয়েছে। দিনের বেশিরভাগ সময়ই কুয়াশাচ্ছন্ন থাকায় শীতের তীব্রতা বেড়েছে।

শৈল শহর দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসায় সারাদিন শৈত্যপ্রবাহ চলছে। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা প্রায় শূন্যের কাছাকাছি। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী সপ্তাহের শুরুতেই দার্জিলিংয়ের লেপচা জগত, সুখিয়া পোখরি, বিজন বাড়ি ও সীমানা অঞ্চলে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আগামী দিনগুলিতে তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

আগামী ২-৩ দিনের মধ্যে শীত থেকে স্বস্তি পাওয়ার সম্ভাবনা একপ্রকার নেই বললেই চলে। তবে দুপুরের পর আবহাওয়া কিছুটা পরিষ্কার হওয়ায় শীতের তীব্রতা কিছুটা কমতে পারে। এই পরিস্থিতি মোকাবিলার জন্য প্রশাসনিক মহল সতর্ক রয়েছে। তাঁরা পরিস্থিতির উপর নজর রাখছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন প্রতি মুহূর্তেই।