নিজস্ব প্রতিনিধি, আউসগ্রাম: একই গ্রামের বিজেপির ২০ টি পরিবার পেল আবাস যোজনার টাকা। শুরু থেকেই আবাস যোজনা নিয়ে নজরে রয়েছে কেন্দ্র বনাম রাজ্যের বিরোধ। আবাস যোজনার টাকা আটকে রেখেছে মোদী সরকার, বারবার এই অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস।
এরই মধ্যে, ৩১ ডিসেম্বরের মধ্যে বাংলার বাড়ি নির্মাণ করতে প্রথম কিস্তির টাকা ঢুকে গিয়েছে তাঁদের অ্যাকাউন্টে। এবার দেখা গেল বাংলার বাড়ির টাকা পেল বিজেপির ২০ টি পরিবার। তাঁরা তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির কাছে তদ্বির করেছিলেন। আর তাতেই কাজ। রাজ্য জুড়ে শাসকদলের বিরুদ্ধে আবাস যোজনার অনুদান নিয়ে দুর্নীতির অভিযোগ উঠছে। কিছু কিছু ক্ষেত্রে অনিয়মও ধরা পড়েছে।
জানা গিয়েছে, পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম ১ ব্লকের আলিগ্রামের বিজেপি পরিবারগুলিকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই শুভেচ্ছা বার্তা গ্রামে পৌঁছে দিয়েছেন আউশগ্রাম ১ নম্বর পঞ্চায়েত সমতির সভাপতি তাপস চট্টোপাধ্যায়। আলিগ্রামে দু’টি সংসদ মিলে আবাস যোজনার চূড়ান্ত তালিকায় আছে ৫৪ জন উপভোক্তা। যার মধ্যে ২০ টি পরিবার রয়েছে বিজেপির তালিকায়।
এই ঘটনা প্রকাশ্যে আসতেই বিজেপি অন্দরে শুরু হয়েছে চাপানউতোর। এই বিষয়ে বিজেপি কর্মী আকাশ গণ বলেন, ‘আমরা মাটির বাড়িতে বাস করি। আমরা সবাই সরকারি বাড়ি পাওয়ার যোগ্য। আমরা পঞ্চায়েত সমিতির সভাপতির কাছে অনুরোধ করেছিলাম তিনি নিজে পরিস্থিতি দেখে আবাস তালিকায় আমাদের নাম দেন। আর দিন দুয়েক আগে প্রথম কিস্তির ৬০ হাজার টাকা অ্যাকাউন্টে চলে এসেছে।’
অন্যদিকে, বিজেপির সাংগঠনিক জেলা কমিটির সহ সভাপতি মৃত্যুজয় চন্দ্র বলেন, ‘তাপস চট্টোপাধ্যায়কে সাধুবাদ জানাই। সরকারি অনুদান নিয়ে রাজনৈতিক বিভেদ কাম্য নয়। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী সেটাই মেনে চলেন। পাশাপাশি রাজ্যের শাসকদলের জন্য নেতাকর্মীদের এটাই অনুসরণ করার আহ্বান জানিয়েছেন।’