নিউজ পোল ব্যুরো: ভোর ৫টায় ঘুম ভাঙার পরও অনেকে চোখ খুলতে চায় না। আর এদিকে ইরিসকুলভ সেই সময় সিংহের সঙ্গে সেলফি তুলতে গেছেন! এ যেন নিজের গায়ে “খেয়ে যাও” লেখা প্ল্যাকার্ড ঝুলিয়ে সিংহের খাঁচায় ঢুকে পড়া! প্রেমিকা আবদার করেছে, এখন কী উপায়! কিন্তু এই আবদার মেটাতে গিয়ে যা হলো, তা সবাইকে ভাবিয়ে তুলবে—”সেলফির আবদার করাটা কি একটু বাড়াবাড়ি হল?”
উজবেকিস্তানের তাসখন্দ অঞ্চলের পার্কেন্ট জেলার বেসরকারি চিড়িয়াখানা ‘লায়ন পার্ক’-এর এই ঘটনা ঘটে ১৭ ডিসেম্বর। ৪৪ বছরের এফ ইরিসকুলভ নামের এক ব্যক্তি এই চিড়িয়াখানাতেই কাজ করতেন। তাঁর বান্ধবী একদিন তাঁকে সিংহদের ভিডিও তুলে পাঠাতে বলেছিলেন। প্রেমিকার কথা রাখতে ভোর পাঁচটায় সিংহের খাঁচার তালা খুলে ঢুকে পড়েন তিনি। উদ্দেশ্য? সিংহদের কাছাকাছি গিয়ে আদর করা আর ভিডিও তোলা।
প্রথম দিকে সিংহরা চুপচাপ ছিল। ইরিসকুলভ সাহস করে ‘সিম্বা’ নামের একটি সিংহের মাথায় হাত বুলিয়ে দেন। হয়তো ভেবেছিলেন, সিংহরা আদুরে বিড়ালের মতো মিউ মিউ করে কৃতজ্ঞতা জানাবে। কিন্তু বাস্তব বড়ই নিষ্ঠুর। খাঁচার দরজা খোলা থাকায় কিছুক্ষণ পর সিংহগুলো বাইরে বেরিয়ে আসে। আর তার পরের কাণ্ডটা যেন কোনো ভৌতিক সিনেমার দৃশ্যের থেকে কম নয়। ইরিসকুলভ ভিডিও রেকর্ডিং চালু রেখেছিলেন। ঠিক তখনই একটি সিংহ তাঁকে আক্রমণ করে বসে। বাকি সিংহরাও যেন বুঝে গেল, “আজকের সকালের নাস্তা বেশ সুস্বাদু হতে চলেছে।” একে একে সবাই ঝাঁপিয়ে পড়ে তাঁর উপর। সিংহদের এই আক্রমণ থেকে ইরিসকুলভ নিজেকে বাঁচাতে পারেননি। তাঁর বেদনাদায়ক মৃত্যুর এই ভিডিওটি এরইমধ্যে ভাইরাল হয়েছে।