প্রাণীদের ভাষা বুঝতে এআই

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অগ্রগতিতে প্রযুক্তির জগতে একের পর এক বিপ্লব ঘটছে। এমন অনেক কাজ, যা কয়েক বছর আগেও কল্পনার অতীত ছিল, আজ তা বাস্তব হয়ে উঠছে। সম্প্রতি একদল গবেষক এমন একটি এআই সিস্টেম তৈরি করছেন, যা মানুষের সঙ্গে প্রাণীজগতের যোগাযোগের দীর্ঘদিনের সমস্যার সমাধান করতে পারে।

‘দ্য আর্থ স্পিসিজ প্রোজেক্ট’ নামের একটি নন-প্রফিট সংস্থা এই চমকপ্রদ এআই সিস্টেমটি প্রকাশ্যে এনেছে। এর নাম দেওয়া হয়েছে ‘নেচারএলএম’ (NatureLM)। এই এআই মডেলটি এমনভাবে ডিজাইন করা হয়েছে, যা প্রাণীদের ভাষা ও আওয়াজ ডিকোড করতে সক্ষম। সংস্থার দাবি, এর মাধ্যমে মানুষের সঙ্গে প্রাণীজগতের ভাব বিনিময় সম্ভব হবে।

গবেষকরা জানিয়েছেন, নেচারএলএম এরইমধ্যে প্রাণীজগতের কিছু প্রজাতির ‘কথা’ শনাক্ত করতে পেরেছে। এটি প্রাণীর আওয়াজ থেকে বোঝার চেষ্টা করছে, সেটি আনন্দ প্রকাশ করছে নাকি বিরক্তি। বিভিন্ন প্রাণীর ডাক ও আওয়াজ বিশ্লেষণ করে এই মডেলটি কাজ করছে। শুধু প্রাণীর আওয়াজ নয়, নেচারএলএম-কে প্রকৃতিতে ঘটে যাওয়া বিভিন্ন প্রাকৃতিক শব্দের সঙ্গেও পরিচিত করানো হচ্ছে। গবেষকদের মতে, নেচারএলএম বর্তমানে বিভিন্ন পাখির ডাক সনাক্ত করার পাশাপাশি সেগুলোর মধ্যে পার্থক্য নির্ধারণ করতে পারছে। এমনকি পাখির ডাকের মতো শোনায় এমন মোবাইল রিংটোন ও প্রকৃত পাখির ডাকের ফারাকও বোঝার ক্ষমতা অর্জন করেছে এটি।

মানুষের ভাষা এআই-কে শেখানো তুলনামূলক সহজ। কারণ, মানুষের ভাষায় স্পষ্ট সোর্স এবং টার্গেট ভাষার ধারণা থাকে। কিন্তু প্রাণীজগতের ভাষা ও অভিব্যক্তি এখনো মানুষের কাছে অনেকাংশে অজানা। সীমিত তথ্য দিয়েই চলছে এই এআই মডেলের প্রশিক্ষণ।নেচারএলএম-এর মাধ্যমে প্রাণীজগতের সঙ্গে মানুষের ভাব বিনিময়ের ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা হবে বলে আশা করছেন গবেষকরা। তবে এর প্রশিক্ষণ এবং উন্নতির জন্য সময় ও প্রচুর গবেষণা প্রয়োজন। এই প্রযুক্তি সফল হলে এটি প্রাণী ও প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক আরও নিবিড় করার পথে এক যুগান্তকারী পদক্ষেপ হবে।