নিউজ পোল ব্যুরো: জঙ্গলে ঘেরা রাস্তা। হঠাৎই দূরে জঙ্গলের ভেতরে অতি বিরল কালো চিতাবাঘের দেখা মিলল ওড়িশায়। শুক্রবার শাবকদের সঙ্গে নিয়ে চিতাবাঘটিকে জঙ্গলে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে ঠিক তখনই ক্যামেরায় ধরা পড়েছে এই ছবি। স্বাভাবিক ভাবেই বন দফতরে খুশির জোয়ার।
তবে এই প্রথমবার নয়। গত বছরেও এরকম কালো চিতাবাঘের দেখা মিলেছিল সুন্দরগড় জেলার হেমগিরি অরণ্যে। ঘন কৃষ্ণ রঙ তার। আর কালো চিতা বরাবরই রহস্যময় এবং ভয়ঙ্কর সুন্দর। এই বিশেষ বর্ণের প্রাণী অত্যন্ত বিরল। খুব লাজুক প্রকৃতির হয় এই চিতাবাঘ। ২০২৩ সালেও রাজ্য সরকার বাঘশুমারির সময় দুটি কালো চিতাবাঘের হদিস পেয়েছিল।
বন দফতরের আধিকারিক বন্যপ্রাণ সংরক্ষক প্রেম কুমার ঝা নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন চিতা বাঘের ছবিটি। তিনি লিখেছেন, ‘নয়াগড়ের জঙ্গলে বিরল কালো চিতাবাঘের দেখা মিলেছে। সেটার গতিবিধির ওপর নজর রাখা হয়েছে।’ অল ওড়িশা লেপার্ড এস্টিমেশন ২০২৪ তথ্য অনুযায়ী, রাজ্যের তিনটি জঙ্গলে এই ধরনের চিতাবাঘ রয়েছে। মোট ৬৯৬ টি চিতাবাঘ রয়েছে।