নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাস্তায় দেখা মিলছে না সরকারি বাসের। যা নিয়ে ক্ষুব্ধ রাজ্যের মুখ্যমন্ত্রী। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকে ভৎসনা করলেন স্নেহাশীষ চক্রবর্তীকে। রাস্তায় সরকারি বাসের দেখা না মেলায় অফিসটাইমে নাজেহাল যাত্রীরা। বিগত কয়েক বছরে বন্ধ হয়েছে বিভিন্ন রুটের একাধিক সরকারি বাস। যার সংখ্যা প্রায় ১০০ ছুঁইছুঁই।
বছরখানেক আগে প্রতিদিন ২ হাজার ৫০০ টি সরকারি বাস চলত। এখন সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ৭০০ তে। পরিবহন মন্ত্রী দাবি করেছেন, শীঘ্রই কলকাতার রাস্তায় নামবে BS-6 বাস। তবে এর মধ্যে শীঘ্রই বেসরকারি বাসের সংখ্যাও কমবে। ফলে এই সঙ্কট যাত্রীদের কোথায় গিয়ে ঠেকাবে সেই আশঙ্কা রয়েই গেছে।
অন্যদিকে, মুখ্যমন্ত্রীর প্রশ্ন ও ধমকের মুখে পড়ে বেজায় চাপে পরিবহণ মন্ত্রী। রাস্তায় বেরিয়ে বাংলার মানুষজনকে অসুবিধায় পড়তে হওয়ার কথা নালিশ হিসেবে জমা পড়ে মুখ্যমন্ত্রীর কাছে। দু এক কথা শুনতে হয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে। মুখ্যমন্ত্রীর দাবি, মন্ত্রী অথবা সচিব রাস্তায় বেরিয়ে দেখেন না সাধারণ মানুষের কি অসুবিধে হচ্ছে। ট্রান্সপোর্ট দফতর সাইলেন্ট দফতর হয়ে গিয়েছে বলেও কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। নীরব হয়ে গিয়েছে পরিবহণ দফতর। তাই সমস্যায় পড়তে হচ্ছে যাত্রীদের।
মুখ্যমন্ত্রীর নির্দেশে পরিবহণ মন্ত্রীর বক্তব্য, ‘২০০৯ সালে যতগুলি বাস রেজিস্ট্রেশন হয়েছিল ঠিক ততগুলো গাড়ি বাতিল করা হবে। তবে যাত্রীদের দুর্ভোগের কোনো সম্ভবনা নেই বলেও জানিয়েছেন তিনি। তিনি বলেন, গত ১০ বছরে আমাদের শহরে প্রচুর অ্যাপ ক্যাব সংস্থা চালু হয়েছে। প্রায় ৫০-৬০ হাজার গাড়ি কলকাতায় চলাচল করছে। তবে হাহাকার করার কিছু নেই। সরকারি বাসের ক্ষেত্রে পুরোনো বাস বাতিল করে বিকল্প বাসের ব্যবস্থা হবে।’ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা বক্তব্য, ‘মানুষ যাতে ভালোভাবে বাড়ি ফিরতে পারেন বা কাজে আসতে পারেন তা তোমাকে দেখতে হবে। শুধু এক জায়গায় নয় সর্বত্র পরিদর্শন করতে হবে।’
মুখ্যমন্ত্রীর ভৎসনা শুনে এবার তড়িঘড়ি রাস্তায় নামলেন পরিবহন মন্ত্রী। যাত্রীদের সমস্যা শুনে তা নিরসন করতে সবরকমের প্রতিশ্রুতি দিলেন।কলকাতার বিভিন্ন রাস্তায় ঘুরে সরকারি বাসের হাল হকিকৎ করতে জানার চেষ্টা করলেন মন্ত্রী।