চালু টয় ট্রেন

আন্তর্জাতিক জেলা দেশ রাজ্য

নিজস্ব প্রতিনিধি: পাহাড়ের কোলে থাকা চা বাগান আর টয় ট্রেনের সুর, দার্জিলিংয়ের এক অবিচ্ছেদ্য অংশ। দীর্ঘ চার মাসের অপেক্ষার অবসানে, আবার ফিরে এলো ঐতিহ্যবাহী টয় ট্রেন। নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং যাত্রা শুরু করেছে এই টয়গাড়ি। সবুজ পতাকা নেড়ে ট্রেনের যাত্রার সূচনা করেন রেলের কাঠিহার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমার।

পাহাড়ের সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি, টয় ট্রেনে চড়া মানেই এক অন্যরকম আনন্দ। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে বেশ কিছুদিন বন্ধ ছিল এই পরিষেবা। ফলে পর্যটকরা হতাশ হয়ে পড়েছিলেন। ট্রেন বন্ধ থাকার কারণে দার্জিলিংয়ে পর্যটকদের সংখ্যা কমে গিয়েছিল। এরফলে পর্যটন ব্যবসার ওপরেও নেতিবাচক প্রভাব পড়েছিল। দার্জিলিং না গিয়ে সিকিম কিংবা অন্য পর্যটনস্থলে যাওয়ার পরিকল্পনা করছিলেন অনেকেই। অবশেষে টয়ট্রেন ফের চালু হওয়ায় খুশি পর্যটক ও স্থানীয় ব্যবসায়ীরা।

রেল আধিকারিক সুরেন্দ্র কুমার জানিয়েছেন, “ট্রেনটি বন্ধ থাকাকালীন রেললাইনের সংস্কার কাজ করা হয়েছে। ফলে দুর্ঘটনার আশঙ্কা নেই বললেই চলে। এছাড়া, বর্তমানে বৃষ্টির মরশুমও শেষ, তাই পাহাড়ে ধসের ঝুঁকিও তেমন নেই।” রবিবার সকাল ১০টায় দেশ-বিদেশের পর্যটক সহ মোট ৩৫ জন যাত্রী নিয়ে নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করে ট্রেনটি। বিকেল ৫টা নাগাদ ট্রেনটি দার্জিলিং-এ পৌঁছায়।