নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগনা: কেঁচো খুঁড়তে কেউটে! পাসপোর্ট জালিয়াতিতে গ্রেফতার এক প্রাক্তন এসআই। শুক্রবার রাতে তাঁকে হাবড়ার অশোকনগর থেকে গ্রেফতার করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। এই নিয়ে পাসপোর্ট কাণ্ডে এখনও পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। গোটা ঘটনার তদন্তে লালবাজার গোয়েন্দা দফতর।
জানা গিয়েছে, ধৃতের নাম আব্দুল হাই। অশোকনগরের কামারপুর এলাকায় বাড়ি এই প্রাক্তন পুলিশ কর্মীর। লালবাজারের পাসপোর্ট বিভাগের কর্তব্যরত ছিলেন তিনি। ফলে পাসপোর্ট ভেরিফিকেশন সংক্রান্ত একাধিক কাজ তাঁর হতেই ছিল। আর সেই সূত্র ধরেই একের পর এক জালিয়াতি? উঠছে প্রশ্ন। বড়সড় এই কেলেঙ্কারিতে দফায় দফায় জেরা করা হচ্ছে আব্দুল হাইকে।
গতকাল রাতে লালবাজারের গোয়েন্দা বিভাগ এবং অশোকনগর থানার পুলিশ প্রাক্তন এসআইকে তাঁর কামারপুর এলাকার বাড়ি থেকে গ্রেফতার করে নিয়ে যায়। এর আগে লালবাজারে তাঁকে ডাকা হয়েছিল, তিনি গিয়েছিলেন এবং তার পরবর্তীতে গতকাল রাতে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় তাঁকে। আজ শনিবার ধৃতকে আলিপুর আদালতে পেশ করা হবে।
তবে গ্রেফতারির পরেই প্রশ্ন উঠতে থাকে তবে কী সর্ষের মধ্যেই এতদিন ভূত লুকিয়ে ছিল? এর সঙ্গে কি আরও পুলিশ কর্মী জড়িত আছেন? পুলিশ কর্মীকে হেফাজতে নিয়ে এই প্রশ্নের উত্তর খুঁজতে চান পুলিশ আধিকারিকরা।
এই নিয়ে পুলিশ কর্মীর স্ত্রী জানান, তিনি সৎ ভাবে চাকরি করে এসেছেন, হয়তো তাঁকে ফাঁসানো হয়েছে। প্রতিবেশীরাও জানাচ্ছেন পুলিশ কর্মী সৎ ব্যক্তি ছিলেন হয়তো তাঁকে ফাঁসানো হচ্ছে।