আবার কোভিডের আতঙ্ক?

আন্তর্জাতিক স্বাস্থ্য

নিউজ পোল ব্যুরো: ফের চীনে বাড়ছে ভাইরাস আতঙ্ক। নাম হিউম্যান মেটানিউমোভাইরাস বা এইচএমপিভি ভাইরাস। তবে এই ভাইরাস নাকি বেশ সংক্রমক। আক্রান্ত বহু শিশু ও কিশোর। খবর সামনে আসতেই সকলের মনে ফিরছে পুরোনো কোভিড স্মৃতি। তবে বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, নতুন ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। তবে এই সংক্রমণের জন্য শীতকালকেই দায়ী করেছেন বিদেশ মন্ত্রক।

তবে, ২০২০ সালে এভাবেই চীন থেকে ছড়িয়ে পড়েছিল কোভিড ১৯। লকডাউনে স্তব্ধ হয়েছিল পৃথিবী। তাই নতুন করে চীনে ভাইরাস আতঙ্ক ছড়াতেই চিন্তায় বাড়ছে বাকি দেশও। সবার মনে একটাই ভয়, আবার লকডাউন হবে না তো?

চীনের বিদেশ মন্ত্রক মুখপাত্র বলেছেন, শীতকালে শ্বাসযন্ত্রে সমস্যা বাড়ে। হালকা জ্বর, কাশি, ঠান্ডা লাগার মতো উপসর্গ দেখা দেয়। শীতের সময় এসব রোগের প্রাদুর্ভাব বাড়ে বলেই মনে করেছেন বিশেষজ্ঞরা। যারা এই ভাইরাস নিয়ে চিন্তা করছেন তাদের এই ভাইরাস নিয়ে ভয়ের কিছু নেই। সরকারি নজরদারি আছে গোটা বিষয়ের ওপর। তবে এই ভাইরাসে আক্রান্ত হয়ে সম্প্রতি চীনের হাসপাতালে রোগীদের ভিড়ের যে ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, সেই প্রসঙ্গেও মুখ খুলেছেন মুখপাত্র। এই ভাইরাস মারাত্মক নয় বলে দাবি তাঁর।