নিউজ পোল ব্যুরো: সিডনি টেস্টে ভারতীয় দোল প্রথম ইনিংসে ৪ রানের লিড পেয়েছে ভারতীয় দল। কিন্তু চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় টিম ইন্ডিয়ার সাজঘরে। চিন্তার বিষয় হল এই টেস্টে দলের অধিনায়ক তথা প্রেসার জসপ্রিত বুমরাহের ছোট।
সিডনিতে দ্বিতীয় দিনে প্রথম সেশনে বোলিং করেন ভারতীয় প্রেসার বুমরাহ। একটা উইকেটও নেন। কিন্তু ব্রেকের পর আবার খেলা শুরু হয়। এক ওভার বলল করার পর আচমকাই দলের ফিজিও ও চিকিৎসকের সঙ্গে কথা বলে মাঠ ছাড়েন বুমরাহ। তাঁকে সাজঘরে কিছু সময় পরীক্ষার পরেই তাঁকে নিয়ে যাওয়া হয় সিডনির একটি হসপিটালে। সূত্রে খবর, খুব একটা গুরুতর কিছু হয়নি। কিন্তু অনুরাগীদের প্রশ্ন গুরুতর কিছু না হলে তাহলে তড়িঘড়ি হাসপাতালে কেন নিয়ে যাওয়া হল।
কিন্তু দেখা গেছে মাঠ ছেড়ে হাসপাতালে যাওয়ার সময় স্বাভাবিকভাবে হেঁটেই গেছেন। ফলে বুমরাহের কোথায় চোট্ পেয়েছেন বা কতটা চোট্ পেয়েছেন তা স্পষ্ট জানা যায় না। বুমরাহের মাঠ ছাড়ার পর দলের নেতৃত্ব দেন বিরাট কোহলি। কিন্তু চিন্তার বিষয় হল এই টেস্টে বুমরাহ রার খেলতে পারবেন কিনা। এ নিয়ে অনুরাগীরাও যথেষ্ট উদ্বিগ্ন।