খো খো বিশ্বকাপের ট্রফি ও ম্যাসকটের প্রকাশ

আন্তর্জাতিক কলকাতা ক্রীড়া দেশ

নিউজ পোল স্পোর্টস ডেস্ক:- ভারতে শুরু হতে চলেছে খো খো বিশ্বকাপ। আজ শুক্রবার এই উপলক্ষে নতুন দিল্লিতে এই ক্রীড়া প্রতিযোগিতার ট্রফি ও ম্যাসকট উন্মোচন করা হয়।

আগামী ১৩ থেকে ১৯ জানুয়ারী পর্যন্ত এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ২৪টি দেশের ২১টি পুরুষ দল এবং মহিলাদের ২০টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। পুরুষদের বিজয়ী দলের ট্রফিটির রং নীল— যা বিশ্বাস এবং সংকল্পের প্রতীক।

অন্যদিকে মহিলাদের বিজয়ী দল পাবে সবুজ রং-এর ট্রফি, যা বিকাশ এবং জীবনীশক্তির প্রতীক। প্রতিযোগিতার ম্যাসকট দু’টি হরিণ– তেজস এবং তারা। হরিণ দ্রুতগামী এবং দলবদ্ধভাবে চলাচল করে, তাই খোখো বিশ্বকাপে হরিণকে ম্যাস্কট হিসেবে বাছাই করা হবে। খোখোকে আন্তর্জাতিক স্তরে প্রতিষ্ঠিত করার উদ্দেশেই এই প্রতিযোগিতা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে আশা করা যায়।