নিউজ পোল ব্যুরো: গত বছর ২২ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়েন ভারতীয় ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু ও ভেঙ্কট দত্ত সাই। সোশ্যাল মিডিয়ায় সেইসব ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে। এবার হানিমুনের কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করলেন ব্যাডমিন্টন তারকা। ছবিতে দেখা যায় চারিদিকে সাদা তুলোর মতো বরফের মধ্যে বসে আছেন নবদম্পতি। পিভি সিন্ধু পরে রয়েছেন সমুদ্র রঙের একটি গাউন ও তাঁর স্বামী ভেঙ্কট পড়েছেন আকাশি রঙের শার্ট ও সাদা প্যান্ট।
সিন্ধুর শেয়ার করা প্রথম ছবিটা দেখা যাচ্ছে, স্বামী নববধূর গালে চুমু এঁকে দিচ্ছেন। স্বামীর কাছে ভালোবাসা পেয়ে মুখ যেন উজ্জ্বল হয়ে উঠছে নববধূ সিন্ধুর। দ্বিতীয় ছবিতে দুজনকেই প্রাণ খুলে হাসতে দেখা যায়। বরফের মধ্যে গাউন পরে বসে রয়েছেন নববধূ, সামনেই দাঁড়িয়ে রয়েছেন স্বামী। ছবিটি এমন ভাবে তোলা হয়েছে যেন কোনও একটি কথায় যেন দুজনেই হেসে উঠেছেন। তৃতীয় ছবিটি দেখলে আপনার মন জুড়িয়ে যেতে বাধ্য। চারিদিকে শুধু বরফ আর বরফ। কোথাও সবুজের চিহ্নমাত্র নেই। মাঝে শুধু একটি পাতাহীন গাছ দাঁড়িয়ে রয়েছে জরাজীর্ণ ভাবে। গাছের সামনে দাঁড়িয়ে রয়েছেন হানিমুনে আসা নবদম্পতি। ছবিটি দেখলে চোখ ফেরাতে পারবেন না আপনি।
২০২৪ সালের অন্যতম প্রতীক্ষিত বিয়ে ছিল ভারতের জোড়া অলিম্পিক জয়ী পিভি সিন্ধুর বিয়ে। সিন্ধুর স্বামী একজন তথ্যপ্রযুক্তি সংস্থার উচ্চপদস্থ কর্মী। গত ২২ ডিসেম্বর রবিবার রাজস্থানে সাত পাকে বাঁধা এই তারকা দম্পতির। ২৪ ডিসেম্বর হায়দরাবাদে সম্পন্ন হয়েছিল বিয়ের রিসেপশন। বিয়েতে সিন্ধুর পোশাকের পাশাপাশি সবথেকে বেশি নজর কেড়েছিল সিন্ধুর আংটি। আর ৫ জন তারকার মতো হীরে বা প্লাটিনামের আংটি নয় বরং অলিম্পিকে পাওয়া দুই পদকের আঙ্গিকে তৈরি করা হয়েছিল এই আংটিটি। নতুন জীবনে প্রবেশ করার সময় নিজের প্রাপ্তিকেও ঠিক এইভাবে সকলের সামনে তুলে ধরেছিলেন তারকা খেলোয়াড়।