ক্রিকেট জগতে ফের বিচ্ছেদের আভাস

ক্রীড়া দেশ বিনোদন

নিউজ পোল ব্যুরো: ২০২৪ এ বিচ্ছেদের পথে হেঁটেছিলেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া এবং বলিউড অভিনেত্রী ও মডেল নাতাশা স্ট্যাঙ্কোভিচ। এবার কি দাম্পত্য জীবনে ইতি পড়তে চলেছে ভারতীয় দলের আরও এক তারকার? তাঁর সাম্প্রতিক কার্যকলাপ সেই ইঙ্গিত মেলে। কথা হচ্ছে ভারতীয় স্পিনার যুজবেন্দ্র চাহাল সম্পর্কে। সম্প্রতি তিনি সোশ্যাল মিডিয়ায় তাঁর স্ত্রী ধনশ্রীর সঙ্গে সমস্ত ছবি মুছে দিলেন। এরপরেই ইনস্টাগ্রামে চাহালকে আনফলো করলেন ধনশ্রী।

গত বছর থেকেই ধনশ্রীর সঙ্গে চাহালের সম্পর্কে ফাটলের গুঞ্জন উঠেছিল। চাহাল নিজের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে লিখেছিলেন, ‘নতুন জীবনের সূচনা হচ্ছে।’ যদিও চাহাল তখন ডিভোর্সের জল্পনা উড়িয়ে দিয়েছিলেন। কিন্তু চাহাল সোশ্যাল মিডিয়ার ধনশ্রীর সঙ্গে সমস্ত ছবি মুছে দেওয়ার পরেই স্বামীর পদবি নিজের নামের পাশ থেকে মুছে ফেলেছিলেন ধনশ্রী। তাতে ফের তাঁদের সম্পর্ক বিচ্ছেদের চর্চা উঠে আসে শিরোনামে। এবার যেন এতে নতুন করে ঘৃতাহুতি হল।

সোশ্যাল মিডিয়ায় দারুণ অ্যাকটিভ চাহাল। স্ত্রীর সঙ্গে নানা মুহূর্তের ছবি ভিডিও শেয়ার করেন। তবে এবার সেই সমস্ত ছবিই নাকি সরিয়ে ফেলেছেন ভারতীয় স্পিনার! পালটা ধনশ্রী ইনস্টাগ্রামে চাহালকে আনফলো করে দিয়েছেন। যদিও তিনি এখনও পর্যন্ত চাহালের সঙ্গে পোস্ট করা কোনও ছবি ডিলিট করেননি। তবে তাঁদের এইসব কার্যকলাপেই ডিভোর্সের জল্পনা জোরালো হচ্ছে।

তারকা দম্পতির ঘনিষ্ঠ সূত্রে জানা যাচ্ছে, গুঞ্জন নয়। সত্যিই নাকি বিচ্ছেদের চিন্তাভাবনা চলছে। তিনি জানিয়েছেন, “ওঁদের ডিভোর্স হবেই। ঘোষণা শুধু সময়ের অপেক্ষা। যদিও বিচ্ছেদের সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে যতদূর জানা গিয়েছে, দুজনই আলাদা থাকার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন।”

২০২০ সালের ১১ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়েছিলেন চাহাল ও ধনশ্রী। অভিনেত্রী, ড্যান্স করিওগ্রাফার ধনশ্রী জানিয়েছিলেন, লকডাউনের সময় খেলাধূলা পুরো বন্ধ ছিল। সেই সময়ই সোশ্যাল মিডিয়ায় তাঁর নাচের ভিডিও দেখে নাচ শেখার ইচ্ছাপ্রকাশ করেছিলেন চাহাল। ভারতীয় স্পিনারের ‘ডান্স টিচার’ হওয়ার পরই প্রেমের শুরু দুই তারকার। কিন্তু সেই সম্পর্কে হয়তো শীঘ্রই ছেদ পড়তে চলেছে।