বাড়ির মধ্যে রমরমিয়ে চলছে গাঁজা বিক্রি

জেলা

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: হাওড়ার জগৎবল্লভপুর ব্লকের বড়গাছিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সন্তোষপুর এলাকায় রমরমিয়ে চলছে গাঁজা বিক্রি। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই অঞ্চলে চোলাই মদ এবং গাঁজা বিক্রির অবৈধ ব্যবসা চলছে। এমনকি, এই ব্যবসা এতটাই বেড়ে গিয়েছে যে, রাস্তার পাশের একটি বাড়ির জানালাকে কার্যত কাউন্টারে পরিণত করে সেখান থেকেই প্রকাশ্যে বিক্রি করা হচ্ছে গাঁজা। এই ঘটনায় ভয়ঙ্কর সমস্যার সম্মুখীন হচ্ছেন এলাকার সাধারণ মানুষ। বাড়ির ছোট ছোট ছেলেমেয়েরাও এই মাদকের কুপ্রভাবে বিপথগামী হচ্ছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। বিশেষত, মহিলারা এই পরিস্থিতিতে অসহায় বোধ করছেন।

এদিন সকালে এলাকার মহিলারা একজোট হয়ে গাঁজা বিক্রির এই রমরমা ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদে সরব হন। তাঁরা বিক্ষোভ দেখান এবং দ্রুত এই ব্যবসা বন্ধ করার দাবি তোলেন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই সমস্যা নতুন কিছু নয়। দীর্ঘদিন ধরেই এই চোলাই মদ এবং গাঁজার ব্যবসা চলছে। বারবার পুলিশের কাছে অভিযোগ জানানো হলেও কোনো সুরাহা হয়নি। উল্টে এই ব্যবসা আরও বেড়ে উঠেছে বলে অভিযোগ। পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন গ্রামবাসীরা। তাঁদের মতে, পুলিশ এই সমস্যার বিরুদ্ধে কোনো কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না। এলাকার মহিলাদের দাবি, যদি এই অবৈধ ব্যবসা বন্ধ না করা হয়, তাহলে তাঁরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন। তাঁরা জানিয়েছেন, এই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত তাঁরা চুপচাপ বসে থাকবেন না। এই ব্যবসার কারণে তাঁরা আর স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন না। তাই আগামী দিনে প্রয়োজন হলে তাঁরা আরও বড়সড় আন্দোলন সংগঠিত করবেন বলে জানিয়েছেন।

স্থানীয় প্রশাসন এবং পুলিশের এই বিষয়টি নিয়ে অবিলম্বে পদক্ষেপ নেওয়া উচিত বলে দাবি জানাচ্ছে এলাকার মানুষ। সন্তোষপুরের এই অবৈধ ব্যবসা বন্ধ না হলে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ আরও তীব্র হবে এবং পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।