নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শেয়ার মার্কেটে বিনিয়োগের নামে প্রতারণা। বিধাননগর সাইবার ক্রাইম পুলিশের হাতে ধরা পড়ল শেয়ার মার্কেটে ইনভেস্ট করানোর নামে প্রতারণার অভিযোগে অভিযুক্ত দুই পান্ডা। ধৃতদের নাম পীযূষ আগরওয়াল এবং শ্যাম আগরওয়াল।
গত ৪ ডিসেম্বর, ২০২৪ তারিখে মলয় কুমার রায় নামের এক ব্যক্তি বিধাননগর সাইবার ক্রাইম থানায় এই মর্মে একটিঅভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একজন ব্যক্তির সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁকে একটি WhatsApp গ্রুপে অ্যাড করা হয়। সেই গ্রুপে শেয়ার মার্কেটে ইনভেস্ট করে কম সময়ে অধিক লাভবান হওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। বিভিন্ন লোভনীয় প্রস্তাবে আকৃষ্ট হয়ে মলয় বাবু ২৪ লাখ টাকা ইনভেস্ট করেন।
এরপর, প্রতারকরা একটি নতুন ওয়েবসাইট তৈরি করে, যেখানে দেখানো হতো তাঁর ইনভেস্ট করা টাকা কীভাবে ক্রেডিট হচ্ছে এবং কত লাভ হচ্ছে। কিন্তু, সেই টাকা কোনোভাবেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা সম্ভব হচ্ছিল না। সন্দেহ হওয়ায় তিনি বুঝতে পারেন যে তিনি প্রতারিত হয়েছেন।
অভিযোগ পাওয়ার পর বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ তদন্তে নামে। বিভিন্ন তথ্য-সূত্র ও প্রযুক্তি ব্যবহার করে গতকাল শনিবার কলকাতা শেওড়াফুলি এবং হাওড়া এলাকায় অভিযান চালিয়ে পীযূষ আগরওয়াল ও শ্যাম আগরওয়ালকে গ্রেফতার করা হয়। ধৃতদের আজ রবিবার বিধাননগর আদালতে তোলা হয়। পুলিশ জানিয়েছে, তাঁদের হেফাজতে নিয়ে এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের খোঁজ চালানো হবে।