নিজস্ব প্রতিনিধি, মহেশতলা: নিজের গাড়ির ভেতর থেকে মিলল এক চাল ব্যবসায়ীর মৃতদেহ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায়। রবিবার সকালে ওই এলাকার রবীন্দ্রনগরের এক চাল ব্যবসায়ীর মৃতদেহ নিজের গাড়ির ভেতরে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
মৃত ব্যক্তির নাম উত্তম সাউ (৩৮)। তিনি মহেশতলা পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। পেশায় একজন চাল ব্যবসায়ী। তাঁর একটা লরি ছিল যার সাহায্যে তিনি চাল বিভিন্ন জায়গায় পাঠাতেন।
পরিবার সূত্রে জানা গিয়েছে, উত্তমকুমার সাউ বৃহস্পতিবার বাড়ি থেকে বর্ধমানের উদ্দেশ্যে বেরিয়েছিলেন। শুক্রবার পর্যন্ত তিনি পরিবারের সঙ্গে যোগাযোগ করেছিলেন, কিন্তু শনিবার রাত থেকে তাঁর কোনও খোঁজ মেলেনি!
রবিবার সকালে তাঁর গাড়িটি আকড়া নতুনপোলের কাছে ২৫৯ নম্বর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। গাড়ির খালাসি দেবব্রত গিরি গাড়ির ভিতরে তাঁর মৃতদেহ দেখে পুলিশ ও পরিবারকে খবর দেন। সূত্রের খবর, উত্তম সাউ জুয়ায় আসক্ত ছিলেন এবং বেশ কিছু ধার করেছিলেন। বাড়ি থেকে বের হওয়ার আগে তিনি পরিবারকে জানিয়েছিলেন যে, তাঁর পাওনাদাররা বাড়িতে আসতে পারে। এছাড়াও, তাঁর ব্যবহৃত বাইকটিরও কয়েকদিন ধরে খোঁজ মিলছিল না!
এই ঘটনার পরে প্রশ্ন উঠেছে, উত্তম সাউ আত্মহত্যা করেছেন নাকি তাঁকে খুন করা হয়েছে? পুলিশ ঘটনার সত্যতা খুঁজতে তদন্ত শুরু করেছে। পরিবারের পক্ষ থেকে রবীন্দ্রনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। মৃতদেহ উদ্ধারের সময় স্থানীয় বাসিন্দারা পুলিশকে বাধা দেন। তাঁরা দ্রুত এই ঘটনার তদন্ত এবং দোষীদের শাস্তির দাবি তুলেছেন।