নিউজ পোল ব্যুরো: সামনেই গঙ্গাসাগর মেলা। তাই গঙ্গাসাগর মেলার জন্য ১২ টি ইএমইউ স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে ইস্টার্ন রেলওয়ে। এগুলি শিয়ালদা দক্ষিণ, কলকাতা স্টেশন, নামখানা, লক্ষ্মীকান্তপুর, কাকদ্বীপ পর্যন্ত চলাচল করবে। এই ট্রেন গুলির পাশাপাশি ১২-১৭ জানুয়ারি পর্যন্ত আরও তিনটি ট্রেনের যাত্রাপথ সম্প্রসারিত করা হচ্ছে।
আগামী ১০ থেকে ১৮ জানুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে গঙ্গাসাগর মেলা। দেশের নানা প্রান্ত থেকে বহু মানুষ এই মেলায় অংশ নেন। পুণ্যার্থীদের ভিড় থাকে চোখে পড়ার মত। সেই অনুযায়ী আগাম সতর্কতাও নেওয়া হয়েছে। জলপথেও নিরাপত্তা বাড়ানো হয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবার গঙ্গাসাগর মেলায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রতিবারের মত পুণ্যার্থীদের সুবিধার কথা মাথায় রেখে অতিরিক্ত ট্রেনের ব্যবস্থা করেছে পূর্ব রেল। ১২ টি ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার মধ্যে ৩ টি কলকাতা থেকে, ২টি নামখানা থেকে, ৫ টি লক্ষ্মীকান্তপুর ও কাকদ্বীপ থেকে ১ টি করে এই বিশেষ গ্যালপিং ট্রেন চলবে।
শিয়ালদাহের সিনিয়র ডিসিএম পবনকুমার জানিয়েছেন, ‘ভিড়ের সময় যাত্রীদের টিকিট কাটার কথা মাথায় রেখে নামখানায় বাড়তি টিকিট কাউন্টার খোলা হবে। কাকদ্বীপে খোলা হবে ৬টি বাড়তি কাউন্টার। পাশাপাশি ৫ টি ইউটিএস কাউন্টার পরিষেবা থাকবে নামখানায়। কাকদ্বীপে ১৫ টি এবং শিয়ালদায় ৪ টি ইউটিএস পরিষেবা খোলা হবে।’