নিজস্ব প্রতিনিধি, জলদাপাড়া: জলদাপাড়া জাতীয় উদ্যান লাগোয়া দক্ষিণ লতাবাড়ি এলাকায় ভয়াবহ ঘটনায় প্রাণ হারালেন এক বৃদ্ধ। জলদাপাড়া জঙ্গল থেকে বেরিয়ে আসা এক বাইসনের হানায় মৃত্যু হয় ৬০ বছর বয়সী বুদ্ধু ওরাওঁর। তিনি কালচিনি ব্লকের দক্ষিণ লতাবাড়ি এলাকার বাসিন্দা।
ঘটনাটি ঘটে রবিবার বিকেল চারটের সময়। গরু চড়িয়ে বাড়ি ফিরছিলেন বুদ্ধু। ঠিক তখনই জলদাপাড়া জাতীয় উদ্যান লাগোয়া মেন্দাবাড়ি গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ লতাবাড়ি এলাকায় ঝোপ থেকে একটি বাইসন বেরিয়ে আচমকা তাঁর উপর আক্রমণ চালায়। বাইসনের শিংয়ের গুঁতোয় ঘটনাস্থলেই মৃত্যু হয় বুদ্ধু ওরাওঁর। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান জলদাপাড়া জাতীয় উদ্যানের বনকর্মীরা। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
জলদাপাড়া জাতীয় উদ্যানের বিভাগীয় বনাধিকারিক (ডিএফও) পারভীন কাশোয়ান বলেন, ‘ঘটনাটি জঙ্গল লাগোয়া এলাকায় ঘটেছে। যে পথ দিয়ে ওই ব্যক্তি গরু নিয়ে বাড়ি ফিরছিলেন, সেই পথের দুই ধারে ঘন ঝোপ রয়েছে। সেই ঝোপ থেকেই বাইসনটি বেরিয়ে এসে আক্রমণ চালায়। আমরা মৃতদেহ উদ্ধার করেছি এবং ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে। জঙ্গলের কাছে হলেও এই মর্মান্তিক ঘটনায় আমরা শোকাহত।’
মৃত বুদ্ধু ওরাওঁর পরিবারের পাশে দাঁড়িয়েছে প্রশাসন। জানা গিয়েছে, ক্ষতিপূরণ হিসেবে পরিবারটিকে নগদ ৫ লক্ষ টাকা দেওয়া হবে এবং পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়া হবে।