ভেন্যু বদল ডার্বি ম্যাচের

কলকাতা ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: আগামী ১১ জানুয়ারি মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল অর্থাৎ মোহনবাগান-ইস্টবেঙ্গল। তবে ডার্বি ম্যাচের ভেন্যু নিয়ে অনেকদিন ধরেই বিতন্ডা ছিল। অবশেষে সেই জটিলতা কাটল। সূত্রের খবর, নির্ধারিত দিনেই অনুষ্ঠিত হতে চলেছে আইএসএলের ফিরতি ডার্বি। কিন্তু ডার্বি ম্যাচটি কলকাতাতে হচ্ছে না। জানা যায়, ভুবনেশ্বর, জামশেদপুর বা দিল্লিতে ডার্বি আয়োজনের কথা ভাবা হয়েছিল প্রাথমিকভাবে।

গঙ্গাসাগর মেলার জন্য ১১ জানুয়ারিতে পুলিশ সুরক্ষা দেওয়া সম্ভব নয়। একথা প্রশাসনের তরফে আগেই জানানো হয়েছিল। তারপর থেকেই ডার্বি নিয়ে জটিলতা বাড়তে থাকে। তবে একটা বিষয় নিশ্চিত হয়ে যায় যে, হোক বা বাংলার বাইরে, ১১ জানুয়ারিতেই হবে ডার্বি। কারণ এফএসডিএল যেভাবে ক্রীড়াসূচি করেছে তাতে ১১ জানুয়ারির ম্যাচ বদলে দিয়ে অন্য দিন করলে ক্রীড়াসূচিতে সমস্যা হবে। সেখান থেকে আলোচনা শুরু হয়, কলকাতার বাইরে অন্য কোথায় আয়োজিত হতে পারে হাইভোল্টেজ ম্যাচ। যদিও শেষ মুহূর্ত পর্যন্ত এফএসডিএল এবং মোহনবাগান চেয়েছিল, ডার্বি খেলা হোক কলকাতাতেই।

জানুয়ারি মাসের ৮ থেকে ১৭ তারিখ পর্যন্ত চলবে গঙ্গাসাগর মেলা। যে কারণে সেখানে পুলিশ নিরাপত্তা ব্যবস্থা করা হচ্ছে। বাংলাদেশ থেকে জঙ্গি অনুপ্রবেশের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যে কারণে প্রশাসনের তরফে জানানো হয়, পুণ্যার্থীদের সুরক্ষার জন্য ১৩ হাজার পুলিশ মোতায়েন থাকবে গঙ্গাসাগরে। এই পরিস্থিতিতে ১১ জানুয়ারি ডার্বির জন্য পুলিশ মোতায়েন করা যথেষ্ট কঠিন হয়ে পড়ছিল। শেষ পর্যন্ত বাংলার বাইরে নিয়ে যেতে হল ডার্বি। উল্লেখ্য, আগের ডার্বিতে ইস্টবেঙ্গলকে ২-০ গোলে পরাস্ত করেছিল মোহনবাগান। সেটা ছিল লাল-হলুদের ঘরের ম্যাচ।