নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শীতকালীন মরশুমে ঘন কুয়াশার জেরে আবারও ব্যাহত হল বিমান পরিষেবা। সোমবার ভোর থেকেই কলকাতা বিমানবন্দরে বিমানের ওঠা-নামা কার্যত অচল হয়ে পড়েছে। দৃশ্যমানতা ৫০ মিটারের নীচে নেমে আসায় এই সমস্যার সৃষ্টি হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ভোর ৪টে থেকে এই পরিস্থিতি তৈরি হয়, যা এখনও পর্যন্ত স্বাভাবিক হয়নি।
কুয়াশার কারণে দৃশ্যমানতা এতটাই কমে গিয়েছে যে, কলকাতা বিমানবন্দর থেকে কোনও বিমান উড়ান করতে পারেনি। বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, যে সমস্ত বিমানে ক্যাট-৩বি (CAT-3B) ব্যবস্থা রয়েছে, শুধুমাত্র সেগুলি কোনও রকমে অবতরণ করতে সক্ষম হয়েছে। তবে এমন বিমানের সংখ্যাও সীমিত। এখন পর্যন্ত মাত্র ২-৩টি বিমান কলকাতা বিমানবন্দরে অবতরণ করেছে।
ক্যাট-৩বি হল একটি বিশেষ প্রযুক্তি যা কম দৃশ্যমানতার পরিস্থিতিতেও বিমানের অবতরণে সাহায্য করে। এই ব্যবস্থা থাকায় কিছু বিমান অবতরণ করতে পেরেছে। তবে সব বিমানে এই প্রযুক্তি নেই বলে অধিকাংশ ফ্লাইটই বাতিল বা দেরিতে চলছে। বিশেষ করে আন্তর্জাতিক এবং দূরপাল্লার ফ্লাইটগুলির ক্ষেত্রে এই পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
ফ্লাইট বাতিল এবং দেরি হওয়ার কারণে বিমানবন্দরে ভিড় জমেছে যাত্রীদের। অনেকেই সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারছেন না, যা তাঁদের ব্যক্তিগত এবং পেশাগত জীবনে প্রভাব ফেলছে। যাত্রীরা অসন্তোষ প্রকাশ করেছেন, যদিও বিমানবন্দর কর্তৃপক্ষ পরিস্থিতি মোকাবিলায় আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।