নিজস্ব প্রতিনিধি,কলকাতা: করোনার পর নতুন আতঙ্ক ছড়াচ্ছে HMPV নামের চিনা ভাইরাস। চিনের মাটিতে ভয় ধরাচ্ছে হিউম্যান মেটাপনিউমোভাইরাস (human metapneumovirus (HMPV)।এরই মধ্যে ভাইরাসে আক্রান্তের খবর মিলেছে ভারতেও। করোনার ঠিক পাঁচ বছরের মাথায় নয়া ভাইরাসের আতঙ্ক। তবে জানেন কি? নতুন নয়! এই ভাইরাস রয়েছে বহুকাল আগে থেকেই। ২০০১ সাল থেকেই নাকি রয়েছে Human Metapneumovirus? জানেন কী বলছেন বিশেষজ্ঞরা?
মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে ভারতে পর পর দু’টি শিশু আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে। যার মধ্যে একটি শিশু আক্রান্ত হয়েছে কলকাতায়। আর এরপর থেকেই ছড়াচ্ছে আরও আতঙ্ক। অনেকেরই প্রশ্ন এমন ভাবে বুঝবেন এই রোগের উপশম?
মূলত শ্বাসনালীতে এই ভাইরাস ভয়ঙ্কর ভাবে ক্ষতিগ্রস্ত করে। নয়া এই ভাইরাস সম্পর্কে তবে বিশেষজ্ঞরা বলছেন, এটি আদতে নতুন নয়। ২০০১ সাল থেকেই আছে paramyxovirus পরিবারে একটি অংশ এই ভাইরাস অর্থাৎ Human Metapneumovirus। এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
বিশেষজ্ঞদের কথা অনুযায়ী বয়স্ক থেকে শুরু করেই শিশু সকলেই আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি এই রোগের ক্ষেত্রে। সংক্রমিত ব্যক্তির কাশির মাধ্যমে ছড়ায় নয়া এই ভাইরাস। এছাড়াও মুখ, নাক বা চোখের মাধ্যমেও সংক্রমিত হতে পারেন। ধরুন ভাইরাসে আক্রান্ত কোনও ব্যক্তি একটা কিছু ছুঁয়েছে, পরপরেই সেটাই হাত দিলেন আর হাত না ধুয়ে মুখ, নাক কিংবা চোখে হাত দিলে আক্রান্ত হতে পারেন। জ্বর, কাশি, নাক দিয়ে জল গড়ানো কিংবা নাক বন্ধ, ঠোট-গলা শুকিয়ে যাওয়া, শ্বাস-প্রশ্বাস নিতে কষ্ট এই রোগের উপসর্গ।
এছাড়াও ব্রঙ্কিওলাইটিস, নিউমোনিয়া, বা হাঁপানি বা সিওপিডির বৃদ্ধি ঘটাতে পারে বলেও সতর্কতা রয়েছে।
তবে এখনই ভয়ের কিছু নয় বলে দাবি বিশেষজ্ঞদের। আতংকের কিছু নেই এ বিষয়ে কড়া নজর রাখা হচ্ছে বলেই জানিয়েছে ভারতের স্বাস্থ্যমন্ত্রক। রোগ ছড়ানোর আগেই আক্রান্তের সংখ্যা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তাঁরা। এর মধ্যে জোর দেওয়া হয়েছে মাস্ক পরার ওপরে।