নিউজ পোল ব্যুরো: জলপাইগুড়ির দিনবাজারে সরকারি রাস্তার ওপর বেআইনি দখলের অভিযোগ নতুন কিছু নয়। করলা সেতু থেকে মার্চেন্ট রোড পর্যন্ত রাস্তার একাংশ দখল করে চলছে ব্যবসা। স্থানীয় ব্যবসায়ীরা তাঁদের দোকানের সামনের রাস্তা ছোট ব্যবসায়ীদের ভাড়া দিয়ে এমন অবস্থা তৈরি করেছেন। অভিযোগ, দিনে ১০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত ভাড়া নিয়ে ঠেলাগাড়ি বসানোর সুযোগ দেওয়া হচ্ছে।
গত সাত বছর ধরে এভাবেই চলেছে এই কর্মকাণ্ড। এর ফলে বাজার এলাকার প্রধান রাস্তা সংকীর্ণ হয়ে পড়েছে। পথচারীদের হাঁটাচলার জায়গা নেই। এমনকি, টোটো, ভ্যান রিকশা, মোটরবাইক ও সাইকেলের কারণে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। প্রায়শই দুর্ঘটনা ঘটছে, ফলে স্থানীয় বাসিন্দারা ভীষণ অসুবিধায় পড়ছেন।
দিনবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মলয় সাহা জানান, ‘মার্চেন্ট রোড শহরের অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা। এই রাস্তা দিয়ে সাধারণ মানুষ এবং পাইকারি দোকানিদের যাতায়াত করতে হয়। কিন্তু রাস্তা দখল হয়ে যাওয়ার ফলে ক্রেতারা সমস্যায় পড়ছেন, এমনকি পাইকারি সামগ্রী নিয়ে আসা-যাওয়া করাও কঠিন হয়ে উঠেছে।’ তিনি আরও বলেন, ‘ফুটপাথ এবং রাস্তায় ঠেলাগাড়ি বসানোর কারণে বাজারের অন্যান্য ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিষয়টি নিয়ে আমরা প্রশাসন ও পুরসভাকে আগেও জানিয়েছি এবং আবারও দ্রুত পদক্ষেপ করার অনুরোধ করেছি।’
অন্যদিকে, ক্ষুদ্র ব্যবসায়ীরা জানাচ্ছেন, তাঁরা সংসার চালানোর জন্যই এভাবে ব্যবসা করতে বাধ্য হচ্ছেন। ফল বিক্রেতা রবিন্দর শা বলেন, ‘নিজেদের ব্যবসার জন্য জায়গা নেই। তাই বড় দোকানিদের টাকা দিয়ে রাস্তার একাংশে ঠেলাগাড়ি বসাতে হচ্ছে।’ একই বক্তব্য নমাজ আলি এবং আনিমুল আনসারিদের। তাঁদের দাবি, টাকার বিনিময়ে ব্যবসার সুযোগ দিচ্ছেন বড় দোকানিরাই।
এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর সরিতা প্রসাদ শা গুপ্তা জানান, ‘টাকার বিনিময়ে রাস্তা দখল করে ব্যবসা চালানোর ঘটনা নতুন নয়। পুরসভা আগেও মাইকে প্রচার করে সতর্ক করেছে এবং অভিযান চালিয়েছে। কিন্তু পরিস্থিতি অপরিবর্তিত। খুব শীঘ্রই আবারও অভিযান চালানো হবে।’
এই ঘটনা শহরবাসীর দৈনন্দিন জীবনে অসুবিধা তৈরি করছে। বাজারের রাস্তা মুক্ত করতে প্রশাসনের কার্যকর ভূমিকা এবং দ্রুত পদক্ষেপের দাবি তুলেছেন সাধারণ মানুষ।