ব্ল্যাঙ্কেটে মাদক পাচারের চেষ্টা!

জেলা

নিউজ পোল ব্যুরো: একের পর এক মাদক পাচার চক্র। এবার ব্ল্যাঙ্কেটের মাধ্যমে মাদক পাচার চক্রের সন্ধান পাওয়া গেল মালদা টাউন স্টেশনে। প্রায় ২ কোটি টাকা মূল্যের ব্রাউন সুগার উদ্ধার। কলকাতা STF– এর তৎপরতায় মালদা টাউন স্টেশনে ডাউন বিবেক এক্সপ্রেসে অভিযান চালায় মালদা জিআরপি।

জানা গিয়েছে, সন্দেহভাজন ব্যক্তি কালিয়াচকের বাসিন্দা। তার কাছে থাকা ব্ল্যাঙ্কেট সার্চ করতেই উদ্ধার হয় ৪৬০ গ্রাম ব্রাউন সুগার। যার আনুমানিক বাজার মূল্য ২ কোটি ২০ লক্ষ টাকা। পুলিশ সূত্রে খবর, মণিপুর থেকে এই ব্রাউন সুগার নিয়ে আসা হচ্ছিল মালদার কালিয়াচকে। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত তা খতিয়ে দেখছে মালদা জিআরপি। পরে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে।

তদন্তকারীরা মনে করছেন, এই চক্রে আরও অনেকেই জড়িয়ে আছে। তবে রাজ্যের বিভিন্ন সীমান্ত এলাকায় মাদক পাচার চক্র রমরমা দেখা যাচ্ছে। অন্তঃরাজ্য পাচার চক্র রূখতেও সক্রিয় পুলিশ। বিভিন্ন জায়গায় বিভিন্ন কৌশলে মাদক পাচারের নজির উঠে এসেছে।