ডায়াবেটিসের ৫০ বছর পূর্তি

জেলা স্বাস্থ্য

নিউজ পোল ব্যুরো: জন্মদিন, বিবাহবার্ষিকীর বর্ষপূর্তি নয়! এবার ডায়াবেটিসের ৫০ বছর পূর্তি করলেন নিতাই প্রামাণিক। যখন তাঁর ২৪ বছর বয়স তখন থেকেই নিজের সঙ্গে ডায়াবেটিস বহন করছেন। তাই এবার ৫০ বছর পূর্তিতে সুগার রোগীদের নিয়ে মহাভোজের আয়োজন করলেন নিতাই। পাত পেড়ে খেলেন সুগার রোগীরা।

জানা গিয়েছে, ডায়াবেটিস রোগী নিতাই প্রামাণিক। পলাশিপাড়ার বাসিন্দা তিনি। পেশায় গৃহশিক্ষক। ২৪ বছর বয়সে রক্তে ডায়াবেটিস ধরা পড়ে নিতাইয়ের। সেই থেকে চিকিৎসকদের পরামর্শে নিয়মিত ওষুধ খেয়েই সুস্থ জীবন কাটিয়ে আসছেন তিনি। নিয়মের মধ্যে থাকলে সব রোগেই সুস্থ জীবনযাপন করা যায়। এই বার্তা দিয়েই ভুরিভোজের আয়োজন করেছেন নিতাই। দূরদূরান্ত থেকে আমন্ত্রিতরা পাত পেড়ে খেয়ে গেলেন নিতাইয়ের বাড়িতে। মেনুতে ছিল মাছ, মাংস, চাটনি, মিষ্টি।

নিতাই বলেন, ‘আমার বয়স ৭৪ বছর। ২৪ বছর থেকে চিকিৎসকের পরামর্শে নিয়ম মেনে ওষুধ, শরীরচর্চা করে আসছি। এখন আমি সুস্থ। আমার সুগারের বয়স ৫০ বছর পূর্ণ হল। এই উপলক্ষ্যেই আয়োজন। সুগার নিয়েও যে দীর্ঘদিন সুস্থতার সঙ্গে বেঁচে থাকা যায় সেই বার্তা পৌঁছে দিতেই এই উদ্যোগ।’ আমন্ত্রিত ডায়াবেটিস এক রোগী বলেন, ‘জেঠুকে (নিতাই প্রামাণিক) দেখে অনেক কিছু শেখার আছে। সুগার মানেই যে সব কিছু শেষ নয় তা বুঝিয়ে দিলেন জেঠু।’