বিমানের ইঞ্জিনে আগুন!

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: ফের বিমান দুর্ঘটনা। এবার দুর্ঘটনার কবলে নেপালের বুদ্ধ এয়ারের একটি বিমান। অল্পের জন্য প্রাণে বাঁচলো যাত্রীরা। নেপালের রাজধানী কাঠমাণ্ডু থেকে ওড়ার সময় বিমানের ইঞ্জিনে হঠাৎ আগুন ধরে যায়। তখনই বিশেষ ‘ভিওআর’পদ্ধতিতে বিমান অবতরণ করান পাইলট। বিমান সংস্থা সূত্রে খবর, যাত্রীরা সুরক্ষিত রয়েছেন।

জানা গিয়েছে, সোমবার সকালে কাঠমাণ্ডুর ত্রিভুবন বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে বুদ্ধ এয়ারের ৯৫৩ নম্বর ফ্লাইট। ভদ্রপুরের দিকে গন্তব্য ছিল বিমানটির। হঠাৎই বিমানের ডান দিকের ইঞ্জিনে আগুন ধরে যায়। বিমানটি ওড়ার মুহূর্তেই আগুন দেখতে পান পাইলট তখনই বিমানটি কাঠমাণ্ডুতে ফেরানোর সিদ্ধান্ত নেন। বিশেষ ভিওআর পদ্ধতিতে অবতরণ করান পাইলট। বিমান অবতরণের সময় পাইলটের দৃষ্টি ঝাপসা হয়ে যায়।

তবে, এয়ারপোর্টের নীচে এই ধরনের অবতরণের জন্য একটি রেডিও স্টেশন আছে। দৃশ্যমান্যতা কমে গেলেও, ড্রাইভার সেখান থেকে পাওয়া সিগন্যালের ওপর নির্ভর করে। এ ক্ষেত্রেও একই কাজ করা হয়েছে। আগুনের কারণে বিমানের ইঞ্জিন থেকে ধোঁয়া উঠতে থাকে। ফলে চালকের রানওয়ে দেখতে অসুবিধা হয়। তিনি একটি ভিওআর পদ্ধতি ব্যবহার করে বিমানটি অবতরণ করেন। বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল যাত্রীরা সহ সকল কর্মীরা। তবে যান্ত্রিক ত্রুটির কারণে এই সমস্যার সম্মুখীন হয়েছে বলে জানান বিমান সংস্থা।