অভিমান আর আতঙ্ক কেড়ে নিল ছাত্রীর প্রাণ

জেলা রাজ্য

নিজস্ব প্রতিনিধি,কলকাতাঃ- মেয়েদের শিক্ষার জন্য যখন সমাজ এতোকিছু করছে তখন কেবলমাত্র অভিমান আর আতঙ্কে আত্মঘাতী হল নবম শ্রেণীর এক ছাত্রী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণা জেলার জীবনতলা থানার সারেঙ্গাবাদ ইটখোলা হাইস্কুলে। নবম শ্রণীতে পড়তো ওই ছাত্রী,এবার নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছিল সে, আর এই কারণেই বাবার কাছে টাকা চেয়েছিল ওই ছাত্রী। বাবা ভ্যান চালিয়ে কোনোরকমে দিনগুজরাণ করেন চারজনের সংসারে। সূত্রের খবর,বাবা বলেছিল কয়েকদিনের মধ্যেই টাকা জোগাড় করে দেবেন। এখান থেকেই শুরু হয় অভিমান, আর তারপরেই এক অজানা আতঙ্ক গ্রাস করে তাঁকে, ভাবতে থাকে সবাই ভর্তি হয়ে গেল আর সে ভর্তি হতে পারবে না,এসবের মধ্যে পড়েই টাকা না পেয়ে অভিমান আর আতঙ্কে বিষ খেয়ে আত্মঘাতি হয় ওই ছাত্রী।
পরিবারের লোকজন উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন, চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় ওই ছাত্রীর। ক্যানিং থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে আসে। এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে পরিবারের মধ্যে।
ছাত্রীটির দাদা আক্রাম মোল্লা বলেন, ‘অভাবের সংসারে কোনও ক্রমে দিন চলে। বোনের স্কুলে ভর্তির টাকা জোগাড় করতে হিমসিম খাচ্ছিলেন বাবা। তিনি বলেছিলেন, কয়েকদিনের মধ্যেই টাকা জোগাড় করে দেবেন। কিন্তু তার মধ্যেই বোন আত্মহত্যা করে। বোন মনে করেছিল, ক্লাসের সব সহপাঠীরা ভর্তি হয়ে যাচ্ছে ও আর ভর্তি হতে পারবে না, এই আতঙ্ক ওকে গ্রাস করে ফেলেছিল। যদিও পুলিশ তদন্ত করে খতিয়ে দেখছে মৃত্যুর আসল কারণ।