রাজস্থানি কন্যার গুনে মুগ্ধ শচীন তেন্ডুলকর

ক্রীড়া দেশ

নিউজ পোল ব্যুরো : খালি পায়ে সালোয়ার কামিজ পড়া এক রাজস্থানি মেয়ের প্রতিভা দেখে মুগ্ধ হলেন স্বয়ং শচীন তেন্ডুলকর। তবে এই মুগ্ধতা মেয়েটির বোলিং পাওয়ার দেখে। ক্রিকেট কিংবদন্তি শচীন তেন্ডুলকরের মেয়েটির বোলিং দেখে তিনি ভারতীয় ক্রিকেট দলের প্রেসার জাহির খানের সঙ্গে তুলনা করেছেন।

জাহির খান।

সম্প্রতি রাজস্থানের ঈশ্বর আমলিয়া নামক এক ব্যক্তি তাঁর ইনস্টাগ্রামে এক ভিডিও পোস্ট করেন। ভিডিওতে দেখা যায়, স্কুলের পোশাক পরে ক্লাস ফাইভের ছাত্রী সুশীলা মিনা খালি পায়ে বল করছে। ঈশ্বর আমলিয়া আসলে সুশীলের কোচ। তারপরেই ভিডিওটি ক্রমশ ভাইরাল হয়ে যায়। এমনকি ভিডিওটি দেখেছেন স্বয়ং মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকর। তিনি ক্লাস ফাইভের এই ছাত্রীর বোলিংয়ের দক্ষতার সঙ্গে ভারতের বিখ্যাত বাঁহাতি প্রেসার জাহির খানের মিল খুঁজে পান।

রাজস্থানের এক প্রত্যন্ত গ্রামের মেয়ে সুশীলা। সুশীলা স্বপ্ন দেখে একদিন ভারতীয় মহিলা দলের দলের হয়ে ক্রিকেট খেলবে। সেইমতো এখন থেকে চলছে প্রস্তুতি আর তাঁর স্বপ্নের পথে এগিয়ে দিতে সর্বদা তৎপর তাঁর কোচ ঈশ্বর আমলিয়া। সুশীলার এই ভিডিওটি মাস্টার ব্লাস্টার তাঁর এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন। সেই ভিডিওটি আবার জাহির খানকেও ট্যাগ করেছেনন। ভিডিওটি দেখে বাঁহাতি প্রেসারও সুশীলার গুনে মুগ্ধ। তিনি বলেন, ‘ওঁর একজন খুব মসৃণ এবং আকর্ষণীয়।’ আসলে প্রতিভা কখনই চাপা থাকে না, এটাই তার বড় প্রমান।