জল ঢুকে কয়লা খনিতে আটক ১৫

দেশ

নিউজ পোল ব্যুরো: অসমের অন্যতম পাহাড়ি জেলা ডিমা হাসাওয়ে। ৬ জানুয়ারি থেকে সেখানে প্রায় ৩০০ ফুট কয়লা খাদানে আটকে পড়েছেন ১৫ জন খনি শ্রমিক। সোমবার সকালে তাঁরা কাজে আসেন এবং কাজও শুরু করেন। সেই সময়ে আচমকা দ্রুত গতিতে হড়পা বানের জল ঢুকে যাওয়ায় এই দূর্ঘটনাটি ঘটে। শ্রমিক উদ্ধারে সেনাবাহিনীর সাহায্য চেয়েছেন অসম সরকার।

জানা গিয়েছে, ডিমা হাসাও কয়লাখনি প্রত্যন্ত এলাকায় অবস্থিত হওয়ায় এই খনির বিষয়ে অত নরজদারি ছিল না। তাই শ্রমিকদের উদ্ধার করতে অনেকটা সময় লাগবে বলে জানান সরকারি কর্তারা। খনির গভীরতা বেশি থাকায় এবং ক্রমাগত জলের স্তর বৃদ্ধি পাওয়ায় উদ্ধারকারী দলকে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। কয়লাখনিতে বন্যা হওয়ার পর এমন অবস্থা হয়েছিল সেই মুহূর্তে দু তিনজন শ্রমিক সেখান থেকে বাইরে বেরিয়ে আসেন বলে খবর।

সূত্রের খবর, নিশ্চিত না হলেও ১৫ জন শ্রমিক সেখানে আটকে রয়েছেন। এই দুর্ঘটনায় অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা আক্ষেপ প্রকাশ করেছেন। তিনি উদ্ধারকার্যে সেনাবাহিনীর সাহায্য চেয়েছেন। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, ‘অত্যন্ত দুঃখজনক ঘটনা।কিন্তু কতজন সেই কয়লাখনিতে আটকে রয়েছে তা স্পষ্ট নয়। ঘটনাস্থলে গিয়েছে ডিসি এবং এসপিও। সকলে নিরাপদ থাকুক ঈশ্বরের কাছে এই কামনা।’