নিউজ পোল ব্যুরো: বাড়ি ফেরা হলনা আর ছোট্ট শিশুর! ক্লাস চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু তৃতীয় শ্রেণির পড়ুয়ার। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সোমবার কর্নাটকের চামরাজনগরে। নিহত পড়ুয়ার নাম তেজস্বিনী। এই একরত্তির মৃত্যুতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি।
জানা গিয়েছে, তেজস্বিনী তৃতীয় শ্রেণির পড়ুয়া। প্রত্যেক দিনের মতই সোমবার সকালে সে স্কুলে গিয়ে ক্লাসও করছিল ঠিকমত। শিক্ষক তেজস্বিনীর কাছে একটি বই চেয়েছিল সেই বই এগিয়ে দিতেই বেঞ্চ থেকে উঠেছিল। আর তখনই আচমকা জ্ঞান হারিয়ে ফেলে পড়ুয়া।
মাটিতে লুটিয়ে পড়ে যায় পড়ুয়া। তড়িঘড়ি শিশুটিকে উদ্ধার করে স্কুল কতৃপক্ষকে খবর দেয় শিক্ষক। সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কিন্তু শেষ রক্ষা আর হয়নি। চিকিৎসক মৃত বলে জানান। চিকিৎসক জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে শিশুটির। আট বছরের শিশু কীভাবে হৃদরোগে আক্রান্ত হল সকলের একটাই প্রশ্ন। শুরু হয়েছে চর্চা।
এই ঘটনার পর স্কুলের প্রিন্সিপাল বলেন, তেজস্বিনী যখন স্কুলে এসে তখন একেবারেই সুস্থ ছিল। কোনো শারীরিক অসুস্থতা দেখা যায়নি। তবে, হৃদরোগের সমস্যা শিশুটির আগে থেকেই ছিল কিনা সেটি তার বাবা মায়ের সঙ্গে কথা বলে দেখছেন স্কুল কর্তৃপক্ষ।