ভাইরাস নিয়ে আতঙ্কের কিছু নেই, দুষ্ট চক্র এটা নিয়ে আতঙ্ক ছড়াচ্ছে-মমতা বন্দ্যোপাধ্যায়

জেলা দেশ রাজ্য

নিজস্ব প্রতিনিধি, গঙ্গাসাগর: মঙ্গলবার হাওড়ার ডুমুরজোলা স্টেডিয়ামের হেলিপ্যাড থেকে নবান্নে যাওয়ার পূর্বে চীনের ভাইরাস প্রসঙ্গে মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে আশ্বস্ত করেন। তিনি বলেন অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই। এই ভাইরাস মারাত্মক ক্ষতিকর নয়। কিছু বেসরকারি চক্র আছে যারা সাধারণ মানুষকে স্বাভাবিক জ্বর নিয়েও আতঙ্কিত করে দিচ্ছে। আমরা স্বাস্থ্যসাথী দিয়েছি, যেখানে প্রয়োজনের বাইরেও কয়েক লক্ষ টাকার অনর্থক বিল হচ্ছে। তাই আমরা এটা নিয়ে উচ্চ স্তরে আলোচণা করেছি। আমরা প্রয়োজন হলে অবশ্যই জানাবো। তাই আপাতত এটা নিয়ে আতঙ্কিত হবেন না বলেই রাজ্যের মানুষকে আবেদন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সম্প্রতি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এক নির্দেশিকা জারি করে জানানো হয়েছে যে এইচএমপিভি ( হিউম্যান মেটাপনিউমোভাইরাস) ভাইরাস নিয়ে সমাজের মধ্যে নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়েছে। এইমধ্যে অনেক গুজব ও ভুল তথ্য ছড়িয়ে পড়ার কারণে মানুষের মধ্যে ভয় বেড়েছে। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে, এই ভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। বরং, সচেতনতা ও স্বাস্থ্যবিধি মেনে চলাই ভাইরাস প্রতিরোধের মূলমন্ত্র। রাজ্য সরকার বিশেষজ্ঞ চিকিৎসকদের মতামত ও বৈজ্ঞানিক গবেষণার উপর ভিত্তি করে সাধারণ মানুষের উদ্দেশ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে। তাঁরা বলছেন, এইচএমপিভি ভাইরাস কোনো নতুন রোগ নয় এবং এটি অন্যান্য শ্বাসযন্ত্রজনিত রোগের মতোই আচরণ করে। এটি সাধারণত শিশু ও বয়স্কদের মধ্যে বেশি প্রভাব ফেলে। তবে সঠিক চিকিৎসা এবং পরিচ্ছন্নতা বজায় রাখলে এই ভাইরাস সহজেই নিয়ন্ত্রণ করা সম্ভব।

কিছু সতর্কতা অবলম্বন করে চলার নির্দেশ জারি করেছে রাজ্য সরকার। বারবার করে সাবান দিয়ে হাত ধুতে হবে। হাঁচি-কাশির সময় মুখ ও নাক ঢাকুন। সাবান দিয়ে নিয়মিত হাত ধুয়ে নিন। অসুস্থ হলে জনসমাগম এড়িয়ে চলুন। একবার ব্যবহার করা রুমাল পুনরায় ব্যবহার করবেন না। এই রোগে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলুন। তোয়ালে ও বিছানার চাদর শেয়ার করবেন না। মুখ, নাক ও চোখে হাত দেওয়া এড়িয়ে চলুন। জনসমাগমে মাস্ক ব্যবহার করুন। প্রকাশ্যে থুতু ফেলা এড়িয়ে চলুন। এমনই বেশকিছু নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সরকার। তাই আমরাও বলছি,অযথা মানুষকে বিভ্রান্ত করবেন না,গুজব ছড়াবেন না,নিজে ভালো থাকুন এবং সকলকে ভালো থাকতে সাহায্ করুন।