নিজস্ব প্রতিনিধি,কলকাতা: আজ মঙ্গলবার সাত সকালেই ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা। প্রায় ১ মিনিট ধরে অনুভূত হয় কম্পন। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.১। এদিন সকাল ৬টা ৩৫ মিনিট নাগাদ এই কম্পন অনুভূত হয়। কলকাতার পাশাপাশি উত্তরবঙ্গেও অনুভূত হয়েছে এই কম্পন। উত্তরবঙ্গে পরপর দু’বার কম্পন অনুভূত হয় বলে জানা গিয়েছে। এদিনের ভূমিকম্পের উৎসস্থল ছিল নেপাল। ভারত ছাড়াও প্রতিবেশী দেশগুলোতেও কম্পন।
অনুভূত হয়েছে। কম্পন অনুভূত হয় ভারত, নেপাল, ভুটান, বাংলাদেশ, চিনেও। জানা গিয়েছে, নেপালের গোকর্ণেশ্বরের কাছে লোবুচে থেকে প্রায় ৯০ কিলোমিটার উত্তর-পূর্বে এই ভূমিকম্পের উৎসস্থল। সেখানে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭ দশমিক ১। বাংলার পার্শ্ববর্তী রাজ্য বিহারের মধুবনী জেলাতেও কম্পন অনুভূত হয়েছে বলে খবর মিলেছে। এর পাশাপাশি ভারত, নেপাল, বাংলাদেশের সঙ্গে কম্পন অনুভূত হয়েছে চীন ও ভুটানেও। চীনে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৮।
এপিক সেন্টার ভূ-গর্ভের ১০ কিলোমিটার নিচে। নেপাল সীমান্ত থেকে ৯০ কিলোমিটার দূরে এবং দার্জিলিং থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে। এই ভূমিকম্পের সবথেকে বেশি প্রভাব পড়বে নেপাল সীমান্ত এলাকায় এছাড়াও সিকিম এবং ভুটানেও প্রভাব বেশি পড়বে। প্রভাব পড়বে বিহার বাংলাতেও। মৃদু ভূকম্পন কলকাতা সহ দক্ষিণবঙ্গে।
এদিন কুয়াশায় মোড়া শীতের সকালে কলকাতার বহুতল গুলিতে কম্পন অনুভূত হলেও অনেকেই টের পাননি। নেপাল ও উত্তরবঙ্গের পাশাপাশি কলকাতার বহুতলের বাসিন্দা ও অফিসের কর্মীরা ভয়ে রাস্তায় নেমে আসেন।