উদিত নারায়ণের আবাসনে আগুন, মৃত ১

বিনোদন

নিউজ পোল বিনোদন ব্যুরোঃ শানের পর এবার বলিউডের জনপ্রিয় গায়ক উদিত নারায়ণের আবাসনে আগুন। ঘটনায় মৃত্যু হয়েছে এক বৃদ্ধের। আহত ১। সোমবার রাত ৯ টা ১৫ মিনিট নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। বহুতল আবাসন থেকে দাউদাউ করে আগুন জ্বলতে দেখে আবাসিকরা। তাঁরাই দমকলে খবর দেন। সঙ্গে সঙ্গে শুরু হয় আগুন নেভানোর কাজ।

জানা গিয়েছে, মুম্বইয়ের আন্ধেরি পশ্চিমের শাস্ত্রী নগরে অবস্থিত স্কাইপ্যান আবাসনের ‘এ’ ব্লকে থাকেন গায়ক উদিত নারায়ণ। আর আগুন লেগেছিল ‘বি’ ব্লকে। আগুন লাগার কথা জানতেই সকলে মিলে নীচে নেমে আসেন। এই অগ্নিকাণ্ডে নিহত হন প্রতিবেশী এক বৃদ্ধ রাহুল মিশ্র। তাঁকে তড়িঘড়ি মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। এরপরেই তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। তারপরই মারা যান। গুরুতর আহত হন গায়কের এক আত্মীয়। তবে আগুন লাগল কীভাবে স্পষ্ট নয়। বৈদ্যুতিক সরঞ্জাম খারাপের ফলেই এই বিপত্তি মনে করছেন অনেকেই। আবাসনের একজন প্রত্যক্ষদর্শী দাবি করেছেন, সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়েছিলেন রাহুল মিশ্রের পরিবার। সেখান থেকেই দাউদাউ করে পর্দায় আগুন লেগে যায়। তবে গায়ক উদিত নারায়ণ সম্পূর্ণ নিরাপদ ছিলেন। এই ঘটনায় তিনি অত্যন্ত শোকাহত।

উল্লেখ্য, দিন কয়েক আগে বান্দ্রা ওয়েস্ট এলাকায় গায়ক শানের আবাসনেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। ঘটনায় একজন আহত হয়েছিলেন তবে শান এবং তাঁর পরিবারের কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলেই খবর।