ফের বিদেশ সফরে মুখ্যমন্ত্রী

কলকাতা দেশ রাজনীতি রাজ্য

নিজস্ব প্রতিনিধি, কলকাতা:- ফের বিদেশ সফরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সবকিছু ঠিক থাকলে আগামী মার্চ মাসের শেষের দিকে লন্ডন যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, অক্সফোর্ড ইউনিভার্সিটি অ্যালুমনি অ্যাসোসিয়েশনের বার্ষিক অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আগামী ২৪ থেকে ২৬ মার্চের মধ্যে লন্ডনে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ভাষণ দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

উল্লেখ্য, ভারতের খুব কম রাজ্যের প্রধান এমন সুযোগ পেয়েছেন। গত বছর জুন মাসে তাঁর অক্সফোর্ড ইউনিভার্সিটি যাওয়ার কথা থাকলেও ব্যস্ততার কারণে তিনি যেতে পারেননি। ফলে আবার নতুন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডনের অক্সফোর্ড ইউনিভার্সিটি ভাষণ দেওয়ার সম্মান পাবেন না নাকি এবারেও তাঁর অক্সফোর্ড ইউনিভার্সিটি যাওয়া সম্ভব হবে কি না, তা নিয়ে জল্পনা তুঙ্গে। তবে সবকিছু ঠিক থাকলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অক্সফোর্ড ইউনিভার্সিটি অ্যালুমনি অ্যাসোসিয়েশনের আমন্ত্রণে সাড়া দিয়ে লন্ডন যেতে পারেন বলে এখন পর্যন্ত নিশ্চিত। তবে কোন কারণে তিনি না যেতে পারলে। তাঁর বক্তব্য লন্ডনের অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়ে শুনানো হতে পারে বলে ধারণা বিশেষজ্ঞ মহলের।

প্রসঙ্গত, গত ২০২৩ সালে নভেম্বর মাসে বিশ্ব বাংলা বাণিজ্যিক সম্মেলনে আগত অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রো ভাইস চ্যান্সেলর জোনাথন মিচি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অক্সফোর্ড ইউনিভার্সিটির মঞ্চে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনের লড়াই ও সাফল্যর কথা শুনতে চাই বলে প্রকাশ্যেই জানিয়ে ছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সেই আমন্ত্রণ গ্রহণও করেছিলেন। কিন্তু একের পর এক নির্বাচন সহ নানা ঘটনার প্রেক্ষাপটে তাঁর অক্সফোর্ড ইউনিভার্সিটি অনুষ্ঠানে যাওয়া সম্ভব হয়নি। তবে এবার ২০২৫ সালে কী তাঁর লন্ডনের অক্সফোর্ড ইউনিভার্সিটি মঞ্চে ভাষণ দেওয়ার সৌভাগ্য পূরণ হবে? সেই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে অভিজ্ঞ মহলে।