পুলিশের রিপোর্টে খুশি নয় আদালত

অপরাধ আইন কলকাতা জেলা রাজনীতি রাজ্য শহর

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কাঁথির তমলুক ঘাটাল সেন্ট্রাল কো-অপারেটিভ সোসাইটি নির্বাচনে বিস্ফোরণের ঘটনায় NIA তদন্তের আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করা হয়। সেই মামলার শুনানিতে আজ মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের এসপিকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি। এক সপ্তাহের মধ্যে আদালতে সেই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি জয় সেনগুপ্ত। পুলিশের রিপোর্টে খুশি নয় কলকাতা হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। আগামী ১৬ জানুয়ারি মামলার পরবর্তী শুনানি।

উল্লেখ্য, তমলুক ঘাটাল সেন্ট্রাল কো-অপারেটিভ সোসাইটি নির্বাচনে বিস্ফোরণের ঘটনায় ২ জানুয়ারি পুলিশের রিপোর্ট দেওয়ার নির্দেশ থাকলেও সেই রিপোর্ট না দেওয়ায় ক্ষুব্ধ হন বিচারপতি জয় সেনগুপ্ত। আজ মঙ্গলবার আদালতে যে রিপোর্ট জমা দিয়েছে পুলিশ, তাতে খুশি নন কলকাতা হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। রাজ্যের আইনজীবীকে তীব্র ভর্ৎসনা বিচারপতির। পুলিশের উদাসীনতার উৎস কী তাও জানতে চাইলো আদালত।

এই মামলার প্রেক্ষিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ২ জানুয়ারি রাজ্যকে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছিলেন। কিন্তু বিচারপতি বর্তমানে সার্কিট বেঞ্চে থাকায় এই মামলা জরুরি ভিত্তিতে বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে শুনানির আবেদন জানান মামলাকারী। আবেদনকারীর দাবি গত ৮ ডিসেম্বর ২০২৪ তমলুক ঘাটাল সেন্ট্রাল কো-অপারেটিভ সোসাইটি নির্বাচনে যে বিস্ফোরণ হয়েছিল তার তদন্ত পুলিশ  করছে। কিন্তু বোমা বিস্ফোরণ হয়েছে তাই NIA-র তদন্তের প্রয়োজন আছে। আর দেরী হলে তথ্য প্রমাণ লোপাটের আশঙ্কা রয়েছে।