রণবাহাদুরপুর হোক আপনার বনভোজনের জায়গা

জেলা বিনোদন রাজ্য

নিউজ পোল ব্যুরো:- শীতকাল আসা মানেই এক অন্যরকম আনন্দ। ঠান্ডা হাওয়া, কুয়াশামোড়া সকাল আর গাছের পাতা ঝরে পড়ার দৃশ্য আমাদের মনের মধ্যে এক স্বর্গীয় অনুভূতি সৃষ্টি করে। শীতকাল মানেই একদিকে শীতের কাপড়ের উষ্ণতা, অন্যদিকে পিকনিক বা বনভোজনের আনন্দ। বাসে বা ট্রেনে করে দূর-দূরান্তে ঘুরতে যাওয়া হোক, কিংবা কাছাকাছি কোনো সুন্দর জায়গায় প্রিয়জনদের সঙ্গে পিকনিক করার মজাই আলাদা। তবে ভালো পিকনিক স্পট খুঁজে পাওয়া কখনও কখনও বেশ কঠিন হয়ে যায়।

আপনি যদি এই শীতের মরশুমে প্রিয় মানুষদের সঙ্গে নিরিবিলিতে প্রকৃতির কোলে পিকনিক করার পরিকল্পনা করে থাকেন, তাহলে আজ আপনার জন্য থাকছে এমন একটি অফবিট পিকনিক স্পটের, যা আপনাকে এবং আপনার সঙ্গীদের চিরস্মরণীয় হয়ে থাকবে।

পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার একটি অপূর্ব জায়গা হল রণবাহাদুরবস্তি। প্রকৃতি, পাহাড়, নদী, এবং জঙ্গলের মিশ্র রূপ এখানকার মূল আকর্ষণ। এই জায়গাটি একদিকে যেমন নিরিবিলি, তেমনই অন্যদিকে প্রকৃতির অনন্য সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। রণবাহাদুরবস্তি জায়গাটি সাজিয়ে তুলেছে স্থানীয় যৌথ বনসুরক্ষা কমিটি। তোর্ষা নদীর পাড়ে অবস্থিত এই জায়গাটি পিকনিকের জন্য আদর্শ। এখানে খড় ও বাঁশ দিয়ে সুন্দর শেড তৈরী করা হয়েছে, যেখানে পরিবার ও বন্ধুরা বসে সময় কাটাতে পারবেন। বাচ্চাদের জন্য গাছের সঙ্গে দোলনার ব্যবস্থা করা রয়েছে। খেলার জন্য রয়েছে ব্যাডমিন্টন কোট থেকে শুরু করে অনেককিছুই। পিকনিক করতে আসা মানুষের সুবিধার্থে স্থানীয়দের তরফ থেকে ছোট দোকানও রাখা হয়েছে যাতে তাঁরা সমস্ত জিনিস খুব সহজেই পেতে পারেন।

যাঁরা প্রথমবার এই জায়গায় আসবেন, তাঁরা মুগ্ধ হবেন এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখে। একদিকে তোর্ষা নদী, অন্যদিকে ভূটান পাহাড়ের অপূর্ব দৃশ্য আর চারপাশে সবুজ জঙ্গল—এমন মনোরম পরিবেশ একবার দেখলে বারবার এখানে আসতে মন চাইবে আপনার।

পিকনিকের সময় যাতে কোনো অসুবিধা না হয়, সেদিকেও নজর রাখা হয়েছে। শৌচালয় এবং পানীয় জলের সুব্যবস্থা রয়েছে। পুলিশের টহল এবং যৌথ বনসুরক্ষা কমিটির সদস্যদের নজরদারির কারণে নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট ভালো। স্থানীয় বাসিন্দা এবং যৌথ বনসুরক্ষা কমিটির সদস্য অমর গুরুং জানান, “পরিবার নিয়ে পিকনিক করতে আসা পর্যটকদের জন্য সমস্ত ধরনের পরিষেবা এখানে রয়েছে। আমরা চাই এই জায়গার জনপ্রিয়তা আরও বাড়ুক।”

রণবাহাদুরবস্তি প্রবেশের মুখে রয়েছে সুন্দর চা-বাগান, যা জায়গাটির আকর্ষণ আরও বাড়িয়ে তুলেছে। আলিপুরদুয়ার জেলার এই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর জায়গাটি এখনও অনেকের অজানা। যৌথ বনসুরক্ষা কমিটির সদস্যরা চান, এই স্থানটি আরও বেশি প্রচার পাক, যাতে প্রকৃতিপ্রেমীরা এখানকার সৌন্দর্য উপভোগ করতে পারেন। আপনার পিকনিক পরিকল্পনায় নতুন জায়গা যোগ করতে চাইলে রণবাহাদুরবস্তি নিঃসন্দেহে সেরা একটি গন্তব্য হতে পারে। তাই অপেক্ষা এখন শুধুই আপনার আগমনের।