নিউজ পোল স্পোর্টস ব্যুরো: ২০০৮ সাল থেকে চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইএসএল)। এই দীর্ঘ ১৭ বছরে ট্রফিহীন রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তাও প্রত্যেক বছর আরসিবি ফ্যানেরা আশায় থাকে এবার হয়তো ট্রফি পাবে। নিজেদের মাটিকে শক্ত করতে এবার নতুন ভাবে সাজানো হলো টিম আরসিবি। ২০২৫ এ আরসিবি ফ্যানেদের জন্য সবচেয়ে আকর্ষণীয় খবর হল – ‘কিং’ বিরাট কোহলি ফের নেতৃত্বের ভার নিতে চলেছেন বলে সূত্রের খবর। আজ বুধবার আরসিবি কর্তৃপক্ষের তরফ থেকে প্রথম ১১ জনের টিম প্রকাশিত হল।
গত বছরে ২৪ ও ২৫ নভেম্বর ছিল আইপিএল -এর মেগা নিলাম। এই মরসুমে প্রতিটি টিমে সর্বোচ্চ ৫ জন প্লেয়ারকে রিটেন করার ছাড়পত্র দেওয়া হয়েছে। আরসিবি ৩ জন প্লেয়ারকে রিটেন লিস্টে রেখেছে – বিরাট কোহলি, রাজত পতিদার ও যশ দয়াল। রিটেন প্লেয়ার রক্ষার পর আরসিবি ৮৩ কোটি পার্স নিয়ে নিলামে নেমেছিল।
২০২৫ এ 14 মার্চ অনুষ্ঠিত হবে আইপিএল -এর প্রথম ম্যাচ, যেখানে মুখোমুখি আরসিবির মুখোমুখি হবে সিএসকে। দীর্ঘ কয়েক বছর পর আবার ক্যাপ্টেন্সি করতে চলেছেন কিং কোহলি বলে শোনা যাচ্ছে। তাঁকে ২১ কোটি দিয়ে ধরে রেখেছে আরসিবি। রাজত পতিদার কে ১১ কোটি দিয়ে ধরে রেখেছে আরসিবি ও যশ দয়ালকে ১১ কোটি দিয়ে। কেকেআর ছেড়ে দেওয়ার পর ইংল্যান্ডের কিপার ফিল সল্টকে কিনেছে আরসিবি। সম্ভবত কোহলি ও সল্টকে ওপেনিং করতে দেখা যাবে। ওয়ান ডাউনে নামতে পারেন রজত পতিদার ও চারে নামবেন লিয়াম লিভিংস্টোনে। অলরাউন্ডার করুনাল পান্ডিয়া নামবেন পাঁচে। ভারতীয় কিপার জিতেশ শর্মা ডেথ ওভার অর্থাৎ ছয়ে ঝড় তুলতে পারেন। মুম্বাই টিম থেকে আসা টিম ডেভিড নামবেন সাতে।
২০২৫ এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর প্রকাশিত একাদশ তালিকা ——–
১) বিরাট কোহলি – ২১ কোটি (ব্যাটার)
২) ফিল সল্ট – ১১.৫০ কোটি (কিপার – ব্যাটার)
৩) লিয়াম লিভিংস্টোনে – ৮.৭৫ কোটি (অলরাউন্ডার)
৪) রজত পতিদার – ১১ কোটি (ব্যাটার)
৫) ক্রুনাল পান্ডিয়া – ৫.৭৫ কোটি (অলরাউন্ডার)
৬) জিতেশ শর্মা – ১১ কোটি (কিপার – ব্যাটার)
৭) টিম ডেভিড – ৩ কোটি (অলরাউন্ডার)
৮) স্বপ্নীল সিংহ – ৫০ লক্ষ (অলরাউন্ডার)
৯) ভুবনেশ্বর কুমার – ১০. ৭৫ কোটি (বোলার)
১০) যশ হ্যাজেলউড – ১২.৫০ কোটি (বোলার)
১১) যশ দয়াল – ৫ কোটি (বোলার)