সোশ্যাল মিডিয়ায় কমছে রিচ!

breakingnews

নিজস্ব প্রতিনিধি,কলকাতা: কমে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় রিচ? এই চিন্তা আপনাকেও কি ভাবিয়ে চলেছে অনবরত? আর দুশ্চিন্তা নয়, চাইলেই সমাধান করতে পারেন আপনি নিজেও। শুধু কারণ বুঝলেই বাজিমাত।

সোশ্যাল মিডিয়ায় রিচ কমে যাচ্ছে এমন অভিযোগ করে থাকেন অনেকেই। সম্প্রতি সেই অভিযোগ যেন মাত্র ছাড়াচ্ছে অনবরত। অনেকে আবার এই সমস্যার সমাধানে এরইমধ্যে টাকা দিয়েও দেখেছেন, কিন্তু নিয়মিত না দিতে পারায় সমাধান হয়নি খুব একটা। তাদের জন্যই থাকছে বিশেষ কয়েকটি টিপস। তার আগে জানা প্রয়োজন রিচ কমার কারণ।

ভারতের সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর সংখ্যা বর্তমানে প্রায় ১.৪ বিলিয়ন। শুনতে অবাক লাগলেও ভারতের মোট সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী সংখ্যার হিসেবে সচেতন ব্যবহারকারীর সংখ্যা খুবই বেশি। যার মধ্যে অধিকাংশ গ্রাম্য এলাকায় সোশ্যাল মিডিয়া সম্পর্কে খুব একটা জানা নেই এমন মানুষের সংখ্যা অনেকটাই বেশি। ফলতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির নিয়ম সম্পর্কে অবগত নয় বৃহৎ অংশ। ঠিক এই কারণকে কাজে লাগিয়ে এই দিনের পর দিন বেড়ে চলেছে প্রতারণা। রিচ বাড়াতে প্রতারণার ফাঁদে পা দিয়ে হয়রানির শিকার হয়েছেন অনেকেই। আসলে নিয়ম অনুযায়ী রিচ বাড়ার পদ্ধতি তিন প্রকার- অর্গানিক রিচ, পেড রিচ, পোস্ট রিচ।

কোনও রকমের অর্থ প্রদান বা বিজ্ঞাপন ব্যবহার ছাড়াই যে সমস্ত পোস্ট চোখের সামনে প্রতিনিয়ত আসে সেগুলোই অর্গানিক রিচ। এটি প্লাটফর্মের অ্যালগরিদম দ্বারা নির্ধারিত হয়। এগুলি বিভিন্ন কারণে টাইমলাইনে আসতে পারে। আপনার পছন্দের বা অপছন্দের যেমনই হোক না কেন সেই পোস্ট আপনার সামনে আসবেই। অতএব সেই প্রকারের রিচ বাড়াতে আপনার প্রয়োজন প্রপুলারিটি অর্থাৎ জনপ্রিয়তা। জনপ্রিয়তার তুঙ্গে পৌছাতে পারলেই বাড়বে রিচ।

এরপর আসে পেইড রিচ যা অর্থ প্রদানের মাধ্যমে রিচ বাড়ানোর পদ্ধতি। এই পদ্ধতি সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যায় অনেক সময়। এটি আসলে একটি সোশ্যাল মিডিয়াম অর্থ উপার্জনেরও কৌশল। পোস্ট রিচ হলো একটি ধারাবাহিক প্রক্রিয়া। আপনি যার পোস্ট একবার হলেও দেখেছেন ধারণা করে নেওয়া হয় আপনি তার প্রতি আগ্রহী। অতএব সেই ব্যক্তির পোস্ট আপনার সামনে অনবরত আসতে থাকে যতক্ষণ না আপনি বাধা দেন। এভাবেই অবৈতনিক পোস্ট অনবরত আপনার স্ক্রিনে প্রবেশ করতে থাকে।

ঠিক সেভাবেই আপনি যদি দীর্ঘদিন যাবত কোনও ব্যক্তির পোস্ট নজর এড়িয়ে থাকেন তবে আপনার ক্ষেত্রেও তেমনটাই হয়। খুব স্বাভাবিকভাবে আপনার পোস্টও তাদের টাইমলাইনে যাওয়া বন্ধ হয়। আপনার তৎপরতা বাড়লে রিচ বাড়বে পুনরায়। কোনওরকম অর্থ প্রদান ছাড়াই সময় বেড় করে এই কাজ করতে পারলেই বাড়বে রিচ। এটি আসলে খুবই সাধারণ কৌশল যা জানেন না অনেকেই। এছাড়াও কয়েকটি টিপস এপ্লাই করে আপনি বাড়াতে পারেন সোশ্যাল মিডিয়ায় রিচ। রিচ বাড়াতে ব্যবহার করতে পারেন হ্যাস ট্যাগ। প্রতিনিয়ত একটি হ্যাস ট্যাগ ব্যবহার করে একই ছাতার নিচে আসেন লক্ষাধিক কিংবা কোটি কোটি মানুষ। তাই এই পদ্ধতি অবলম্বনে সঠিক হ্যাস ট্যাগ ব্যবহারে স্বাভাবিকভাবেই বাড়ে রিচ। এগুলো ছাড়াও সঠিক সময়ে পোস্ট, মানুষের চাহিদা বুঝে সঠিক কনটেন্ট তৈরি, বিভিন্ন পেজ বা গ্রুপে নিজেকে নিয়মিত সংযোগ রেখেও বাড়াতে পারেন রিচ।