ফের বৃষ্টি! মেঘলা আকাশ

আবহাওয়া

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বছরের শুরুতেই কনকনে শীত, ভারত নিম্নমুখী প্রথম সপ্তাহেই। ব্যাপক ঠান্ডা অনুভূত হচ্ছে জেলা। আজ বৃহস্পতিবার ব্যাপক কুয়াশার দাপট দেখা গেল জেলাগুলিতে। ঘন কুয়াশার জেরে একাধিক জায়গায় কমলো দৃশ্যমান্যতা। তবে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের ও সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। পাশাপাশি রয়েছে বৃষ্টির সম্ভবনা। সবে মাত্র সমস্ত ঝঞ্ঝা কাটিয়ে বঙ্গে অবাধে প্রবেশ করছিল শীতল বায়ু, এরইমধ্যে ফের বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে হওয়া অফিস।

পশ্চিমী ঝঞ্ঝা ১০ জানুয়ারি থেকে উত্তর ভারতে নতুন করে প্রবেশ করতে চলেছে। এর সাথে যুক্ত রয়েছে উত্তর ভারতের উপর দিয়ে বয়ে চলা জেড স্ট্রীম উইন্ড। এর প্রভাবে উত্তরপ্রদেশের উপর একটি ঘূর্ণাবর্ত সক্রিয় হয়েছে, যা অসম সংলগ্ন এলাকায় বিস্তার লাভ করেছে। এছাড়াও, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং কেরালা উপকূল সংলগ্ন আরব সাগরে আরও দুটি ঘূর্ণাবর্তের অবস্থান লক্ষ্য করা গেছে। এই প্রাকৃতিক প্রভাব সমগ্র দেশের আবহাওয়ার উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলতে চলেছে।

দক্ষিণবঙ্গে তাপমাত্রা ক্রমশ নামতে শুরু করেছে এবং বৃহস্পতিবার রাতে পারদ পতনের ইঙ্গিত পাওয়া গিয়েছে। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলার তাপমাত্রা এরইমধ্যে অনেকটাই নেমে এসেছে। উত্তরবঙ্গে বৃহস্পতিবার থেকে কুয়াশার দাপট কিছুটা কমেছে এবং তাপমাত্রা আরও নিচে নামার সম্ভাবনা রয়েছে। আগামী ৪৮ ঘণ্টা জুড়ে উত্তরবঙ্গে শীতের প্রকোপ বজায় থাকবে। তবে, বৃষ্টির সম্ভাবনা খুবই কম। উঁচু পার্বত্য এলাকায় মাঝারি থেকে হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

কলকাতায় বৃহস্পতিবার রাতে তাপমাত্রা নামতে পারে ১২ ডিগ্রির কাছাকাছি। আবহাওয়া দফতর জানিয়েছে, পৌষ সংক্রান্তি কেটে গেলেও জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা কম। তবে বৃহস্পতিবার রাতের তাপমাত্রা এরইমধ্যে ১৩.৬ ডিগ্রিতে নেমে এসেছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২২.২ ডিগ্রিতে থেমেছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৭ থেকে ৯৩ শতাংশ।

উত্তর ভারতের একাধিক রাজ্যে অতিঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, দিল্লি এবং উত্তরপ্রদেশের বিভিন্ন অঞ্চলে দৃশ্যমানতা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। হিমাচল প্রদেশ এবং পশ্চিম রাজস্থানে শৈত্য প্রবাহের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। হিমাচল প্রদেশে গ্রাউন্ড ফ্রস্টের পরিস্থিতি তৈরি হতে পারে। উত্তরপ্রদেশ ও রাজস্থানের বেশ কিছু এলাকায় শীতল দিনের পরিস্থিতি থাকবে। পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, দিল্লি এবং মধ্যপ্রদেশেও শীতল দিনের পরিস্থিতি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। অরুণাচল প্রদেশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।