বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ বাতিলের আবেদন ভারতসহ ৩ দেশের

ক্রীড়া দেশ

নিউজ পোল স্পোর্টস ব্যুরো: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে ছিঁটকে গিয়েছে টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ডের কাছে পরাজিত তারপর, সিডনিতে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয় ভারত। ফলস্বরূপ হাতছাড়া হয় বর্ডার-গাভাসকার ট্রফি। কার্যত সমালোচনার মুখে পড়তে হয় ভারতীয় দলকে। টেস্ট বিশ্বকাপের ফাইনাল খেলবে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া। এই অবস্থায় কানাঘুষো শোনা যাচ্ছে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ বন্ধ হয়ে যেতে পারে। কারণ অনুমান করা হচ্ছে ভারত সহ তিন দেশ এরকমই আবেদন জানাতে চলেছে আইসিসির কাছে।

জানা গিয়েছে, ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড, অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড এবং ইংল্যান্ড ক্রিকেট বোর্ড আইসিসির সঙ্গে একটি বৈঠক করতে পারে এই বিষয়টি নিয়ে। বিশ্ব টেস্ট ক্রিকেটের ফরম্যাটের বদল আনার ক্ষেত্রে আবেদন জানান হতে পারে আইসিসির কাছে। তবে বিশেষজ্ঞদের মতে, এই ক্ষেত্রে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ বন্ধ হয়ে গেলেও ক্রিকেটের ব্যবসায়িক দিক থেকে ক্ষতির মুখে পড়বে। পাশাপাশি লোকসান হতে পারে সম্প্রচারকারীর চ্যানেলেরও। তাই পরবর্তী পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেদিকে নজর রাখতে হবে।

উলেখ্য, বিগত কয়েকবছর আগেও একইরকম আবেদন জানান হয়েছিল আইসিসির কাছে। সেসময় ওই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। ফের একবার সেই আবেদন জমা পড়তে পারে আইসিসির নিকট। এরকমই জল্পনা চলছে ক্রিকেট মহলে। এখন দেখার বিষয় গোটা বিষয়টি নিয়ে আইসিসি কর্তৃপক্ষ কী সিদ্ধান্ত নেয়।